1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা বিধিনিষেধের বিরুদ্ধে জার্মানিজুড়ে বিক্ষোভ

১৪ মার্চ ২০২১

জার্মানিতে করোনার বিধিনিষেধের বিরুদ্ধে শনিবার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ৷ ড্রেসডেনে পুলিশের উপর হামলা হয়েছে৷ আরেকটি শহরে সাংবাদিকদের উপরও আক্রমণের ঘটনা ঘটেছে৷

https://p.dw.com/p/3qcM4
Demonstration gegen die Corona-Einschränkungen - Hannover
ছবি: Hauke-Christian Dittrich/dpa/picture alliance

জার্মানির পূর্ব অঞ্চলের শহর ড্রেসডেনে ১২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে৷ বিক্ষোভকারীদের মধ্যে ডানপন্থি ক্যোয়ারডেনকেন এর সদস্যরাও ছিলেন, যারা করোনা আছে এমনটাই অস্বীকার করেন৷ সেই সঙ্গে টিকা বিরোধী হিসেবেও পরিচিত তারা৷

ড্রেসডেন শহরে প্রায় এক হাজার মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন৷ তাদের র‌্যালিতে অস্ত্র নিয়ন্ত্রণ ও পুলিশ কর্মকর্তাদের প্রতি সহিংস আচরণের মতো ৪৭টি আইন ভঙ্গের ঘটনা ঘটেছে৷ ৩৬ বছর বয়সি একজনকে সাময়িকভাবে আটক করা হয়৷ আরো তিনজনকে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে অপরাধমূলক আচরণের জন্য গ্রেপ্তার করা হয়েছে৷

রাজধানী বার্লিনেও হাজার খানেক মানুষ প্রতিবাদে অংশ নিয়েছেন৷ তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে জড়ো হন৷ এসময় স্বাস্থ্য ও নিরাপত্তা বিধি না মানায় ৫০ জনকে বাধা দেয় পুলিশ৷ সেখানে করোনার নিয়মকানুন বজায় রাখার পক্ষে পাল্টা বিক্ষোভ করেছেন অনেকে৷

দক্ষিণের শহর স্টুটগার্টে ৭৫০ জনের বেশি প্রতিবাদে অংশ নেন৷ তাদের অনেকেরই মুখে ছিল না মাস্ক, মানেননি সামাজিক দূরত্ব৷ এসময় তারা স্লোগান দেন, ‘যথেষ্ট হয়েছে৷'

স্টুটগার্টে বিক্ষোভকারীদের আক্রমনের শিকার হয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার মাধ্যমে এসভেআর এর সাংবাদিকরা৷ তবে কেউ আহত হননি৷ সাংবাদিকদের একটি ইউনিয়ন এই ঘটনার নিন্দা জানিয়েছে৷

Demonstrationen von «Es reicht» - Stuttgart
ছবি: Christoph Schmidt/dpa/picture alliance

মিউনিখে আড়াই হাজার আন্দোলনকারী বাভারিয়া রাজ্যের সংসদের সামনে জড়ো হন৷ তবে পুলিশ শেষ পর্যন্ত ৫০০ জনকে অংশ নেয়ার অনুমতি দেয়৷ এছাড়াও ড্যুসেলডর্ফে দুই হাজার জন ও হানোফারে কয়েকশো মানুষ প্রতিবাদ করেন৷

এদিকে, জার্মানির সরকার অন্তত ২৮ মার্চ পর্যন্ত করোনা বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করেছে৷ রেস্টুরেন্ট, বার, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে নভেম্বরের শুরু পর্যন্ত৷ তবে স্থানীয় সংক্রমণ হারের উপর নির্ভর করে দোকান খোলা যাবে৷

জার্মানিতে করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত আবারো বাড়তে শুরু করেছে৷ শনিবার প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে সাপ্তাহিক আক্রান্তের হার ছিল ৭৬ দশমিক এক জন, যা একদিন আগে ছিল ৭২ দশমিক চার৷ জার্মানির সরকারের স্বাস্থ্য বিষয়ক সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট এর আশঙ্কা এই হার আরো দ্রুত বাড়বে৷ মধ্য এপ্রিল নাগাদ যা ৩৫০ জনে পৌঁছাতে পারে৷  

এফএস/এআই (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান