করোনা ভাইরাসে যে দেশে যত মৃত্যু
বিশ্বের ২১০টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে৷ এই মহামারিতে মৃতের সংখ্যাও ক্রমশ বাড়ছে৷ বুধবার অবধি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এখানে থাকছে করোনা আক্রান্তে শীর্ষে থাকা নয় দেশের কথা৷
শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন মুল্লুকে করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা দেরিতে শুরু হলেও এখন আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি৷ বুধবার অবধি দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১,০৩৫,৭৬৫ জন, আর মৃতের সংখ্যা ৫৯,২৬৬ জন৷ বিশেষজ্ঞরা মনে করেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ট্রাম্প প্রশাসনের উদাসীনতা দেশটিতে এই পরিস্থিতি সৃষ্টি করেছে৷
দ্বিতীয় অবস্থানে স্পেন
করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃতের সংখ্যা বিবেচনা করলে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরোপের দেশ স্পেন৷ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৩২,১২৮, আর মৃতের সংখ্যা ২৩,৮২২ জন৷
মৃতের সংখ্যায় স্পেনের চেয়ে এগিয়ে ইটালি
ইউরোপের আরেক দেশ ইটালিতে করোনা সংক্রমণের সংখ্যা স্পেনের তুলনায় কম ২০১,৫০৫ জন হলেও মৃতের সংখ্যা ২৭,৩৫৯ জন৷ আশার কথা হচ্ছে, দেশটিতে নতুন আক্রান্তের হার এখন কমতির দিকে৷
ফ্রান্সেও ভয়াবহ আঘাত
করোনায় আক্রান্তের সংখ্যা বিচারে ইউরোপে স্পেন ও ইটালির পরেই রয়েছে ফ্রান্স৷ দেশটিতে বুধবার অবধি মৃতের সংখ্যা ২৩,৬৬০ জন, আর আক্রান্ত ১৬৫,৯১১ জন৷
পঞ্চম যুক্তরাজ্য
সদ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করা যুক্তরাজ্যে করোনার আঘাতে প্রাণ হারিয়েছেন ২১,৬৭৮ জন, আর আক্রান্ত ১৫৯,৯১২ জন৷
মৃতের হার কমাতে সফল জার্মানি
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনায় মৃতের হার কম রাখতে সফল জার্মানি৷ দেশটিতে বুধবার অবধি মৃতের সংখ্যা ৬,৩১৪ জন, আর আক্রান্ত ১৫৯,৯১২ জন৷
মৃতের হার কম তুরস্কেও
তুরস্কে আক্রান্তের সংখ্যা ১১৪,৬৫৩ জন হলেও মৃতের সংখ্যা ২,৯৯২ জন৷
রাশিয়ার সাফল্য
রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ৮৬৭, আর আক্রান্ত ৯৩,৫৫৮ জন৷
ইরানে কড়া আঘাত
করোনা ভাইরাসে ইরানে আক্রান্তের সংখ্যা ৯২,৫৮৪ জন আর মৃতের সংখ্যা ৫,৮৭৭ জন৷ দ্রষ্টব্য: ছবিঘরটি তৈরিতে জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারস-এ প্রকাশিত তথ্য ব্যবহার করা হয়েছে৷ বিভিন্ন দেশের সরকারি হিসেবের সঙ্গে এই সংখ্যায় মাঝেমাঝে তারতম্য দেখা যায়৷