1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভাইরাসের টিকা পেতে মরিয়া জার্মানি

৪ জুন ২০২০

ইইউর তিন দেশের সঙ্গে মিলে আগেভাগে করোনা ভাইরাসের টিকা হাতে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে জার্মানি৷ দেশটির আশঙ্কা, যুক্তরাষ্ট্র বা চীন টিকা হাতে পেলে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷

https://p.dw.com/p/3dGrC
করোনা ভাইরাসের টিকা
ছবি: picture-alliance/dpa/M. Stolt

এজন্য জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সদস্য আরো তিন দেশের সঙ্গে মিলে নতুন একটি জোট গঠন করতে যাচ্ছে বলা জানিয়েছে দেশটির অর্থনীতি ও ব্যবসা সংক্রান্ত দৈনিক হান্ডেলসব্লাট৷

বৃহস্পতিবার হান্ডেলসব্লাটের খবরে বলা হয়, ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান ফ্রান্স, ইটালি ও নেদারল্যান্ডসের স্বাস্থ্যমন্ত্রীদের হয়ে ইউরোপীয় কমিশনের কাছে একটি চিঠি লিখেছেন৷

চিঠিতে তিনি, ওষুধ শিল্পের বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত এবং সবচেয়ে কার্যকর টিকা হাতে পাওয়ার বিষয়ে আলোচনার জন্য একজোট হয়ে কাজ করতে একমত হওয়ার কথা জানান৷

ইইউ-র  এই চার দেশই মনে করে, করোনা ভাইরাসের টিকা পাওয়াই এখন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর একটি যেটার সমাধান খুঁজে পেতে হবে৷

যুক্তরাষ্ট্র এবং চীনও কোভিড-১৯ এর টিকা হাতে পাওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চাইছে৷ জার্মানির আশঙ্কা, ওই দুই দেশের কেউ টিকা হাতে পেয়ে গেলে তারা সারাবিশ্বে সেটির বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করতে চাইবে৷ তাই জার্মানি ইইউ-র হাতে আগে টিকা পৌঁছানো নিশ্চিত করতে চায়৷

ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি ‘আস্ট্রাজেনেকা' পরীক্ষামূলক ব্যবহারের জন্য করোনা ভাইরাসের যে ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনের পরিকল্পনা করেছে তার প্রায় এক-তৃতীয়াংশ এরই মধ্যে ১২০ কোটি মার্কিন ডলারে কিনে রেখেছে যুক্তরাষ্ট্র৷

হান্ডেলসব্লাট জানায়, জার্মানি যেসব ওষুধ কোম্পানির সঙ্গে কথা বলেছে আস্ট্রাজেনেকাও তার মধ্যে আছে৷

জার্মানি এবং জোট সদস্যরা সিঙ্গাপুর, জাপান ও যুক্তরাজ্যের মত ইইউ-র বাইরের দেশের সঙ্গেও টিকা উৎপাদন নিয়ে আলোচনা করে একসাথে কাজ করতে চাইছে৷ বার্তাসংস্থা রয়টার্স জানায়, ইইউ টিকা পাওয়ার জন্য আগাম হিসেবে ২৪০ কোটি ইউরোর তহবিলও জমা করেছে৷

এসএনএল/এফএস (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য