করোনাকালে এইচএসসি দিচ্ছে ১৪ লাখ পরীক্ষার্থী
২ ডিসেম্বর ২০২১বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে৷ মহামারির কারণে এবারের পরীক্ষার্থীদের সশরীরে ক্লাস করার সুযোগ কমই হয়েছে৷ এবার নতুন পরিস্থিতিতে নতুন নিয়মে পরীক্ষা হচ্ছে৷
এবার শিক্ষার্থীদের আগের মতো ১২টি বিষয়ের পরীক্ষা দিতে হবে না৷ সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি নৈর্বচনিক বিষয়ে ছয়টি পত্রের পরীক্ষা হবে এবং সময়কাল তিন ঘণ্টার বদলে দেড় ঘণ্টা৷ বাংলা, ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে৷
পরীক্ষাকেন্দ্রে স্বাস্থ্যবিধির কড়াকড়ি
শিক্ষার্থীদের প্রবেশপত্র দেখিয়ে তাপমাত্রা মাপার পরীক্ষা পেরিয়ে সবাইকে কেন্দ্রে ঢুকতে হয়েছে৷ হাত জীবাণুমুক্ত করার ব্যবস্থা ছাড়াও আইসোলেশন রুমও রাখা হয়েছে পরীক্ষাকেন্দ্রে৷
পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের বাড়তি চাপ নিয়ন্ত্রণের নির্দেশনা রয়েছে৷ পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী ও কেন্দ্রের কর্মী ছাড়া অন্য কাউকে ২০০ গজের ভেতরে প্রবেশ করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ৷
এবার ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে এবং পরীক্ষা হচ্ছে মোট ২ হাজার ৬২১টি কেন্দ্রে৷
নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন৷ ১ লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং ১ লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএম ও ভোকেশনাল পরীক্ষায় বসছে৷
নয়টি সাধারণ শিক্ষাবোর্ড থেকে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান বিভাগ থেকে, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক বিভাগ থেকে এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে৷
২০২০ সালের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৩৩ হাজার ৯০১ জন বা ২ দশমিক ৪৮ শতাংশ৷
এ বছর দেশের বাইরে ৮টি কেন্দ্রে (জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন ও ওমানের সাহাম) ৪০৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে৷
বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের ১৫ মিনিটে ২৫টির এমসিকিউ প্রশ্নের মধ্যে ১২টির উত্তর দিতে হবে৷ আর সোয়া ১ ঘণ্টায় তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে৷
মানবিক ও ব্যবসায় শাখার পরীক্ষার্থীদের ১৫ মিনিটে ৩০টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ১৫টির উত্তর দিতে হবে৷ তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে ৩টির উত্তর দিতে হবে সোয়া ১ ঘণ্টার মধ্যে৷
যেসব নিয়ম মানা জরুরি
পরীক্ষা সুষ্ঠুভাবে হওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় কিছু নির্দেশনা দিয়েছে, যেগুলো মানতে হবে৷
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে৷
‘অনিবার্য কারণে' কোনো পরীক্ষার্থীকে এর পরেও হলে প্রবেশ করতে দিলে তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ একটি রেজিস্ট্রারে উল্লেখ করে ওই দিনই শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে৷
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্ৰুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে৷ এ ধরনের পরীক্ষার্থী এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীরা অতিরিক্ত ১০ মিনিট সময় পাবে৷
প্রতিবন্ধী (অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি) পরীক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে৷ শিক্ষক/অভিভাবক/সাহায্যকারীর বিশেষ সহায়তায় তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে৷
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না৷ শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাহীন একটি সাধারণ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন৷
ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবেন না ও প্রশ্নপত্র বহনের কাজে কালো কাচযুক্ত মাইক্রোবাস বা এ ধরণের কোন যানবাহন ব্যবহার করা যাবে না৷
প্রত্যেক কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে৷ ট্রেজারি থেকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ পাহারায় কেন্দ্রে নিয়ে যেতে হবে৷ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া প্রশ্ন বের করা যাবে না বা বহন করা যাবে না৷
ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সকল সেট কেন্দ্রে নিয়ে যেতে হবে৷
ট্রেজারি থেকে প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে; প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিটি আগে জানানো হবে৷ সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা নিতে হবে৷
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে৷
অনিবার্য কারণে কোনো পরীক্ষা দেরিতে শুরু করতে হলে যত মিনিট পরে পরীক্ষা শুরু হবে পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লেখিত নির্ধারিত সময় দিতে হবে৷
শিক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষা সংশ্লিষ্টদের করোনাভাইরাস স্বাস্থ্যবিধি মানতে হবে৷
একজনের বেশি অভিভাবক পরীক্ষার্থীর সঙ্গে কেন্দ্রে আসতে পারবে না৷ পরীক্ষার্থী উত্তরপত্রের ওএমআর ফরমে তার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে, কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না৷
পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে উল্লেখিত বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়া ছাড়া ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না৷
পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না৷
সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) ও বহুনির্বাচনী পরীক্ষায় পরীক্ষার্থীর একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)