করোনার কারণে স্থগিত প্রধানমন্ত্রীর জাপান সফর
১০ মার্চ ২০২০আগামী ৩০ মার্চ দুই দিনের সফরে জাপান যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ কিন্তু দেশটিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই সফর স্থগিত করেছে সরকার৷ এ কে আব্দুল মোমেন এমন তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
মঙ্গলবার ঢাকায় মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক উপ-কমিটির সভা শেষে মন্ত্রী বলেন, এই সফরে জাপানের রাজার সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাতের ব্যবস্থা ছিল৷ ‘‘কিন্তু যেহেতু জাপানেও করোনাভাইরাস বেশ সোচ্চার হয়েছে, সেহেতু সফর স্থগিত করা হয়েছে৷''
তবে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হতে পারে বলেও জানান তিনি৷ তাতে জাপানের কোন আপত্তি নেই বলেও উল্লেখ করেন৷
আব্দুল মোমেন বলেন, ‘‘আমরা যেখানে যাই, মাননীয় প্রধানমন্ত্রী গেলে একটা বড় ব্যবসায়িক প্রতিনিধি যায়, আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ে৷ ওরা বলেছে, এই মুহূর্তে বড় প্রতিনিধিদল যেভাবে অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে, (এমন) বড় জমায়েত বোধহয় এই প্রেক্ষিতে সম্ভব না৷''
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)