করোনায় অসহায়দের পাশে হিজড়ারা
১৯ মে ২০২০বিজ্ঞাপন
লকডাউনে ঢাকা শহরে যাদের বাড়িতে খাবার নেই তাদের খাবার সরবরাহ করছে হিজড়াদের এই দলটি ৷ যারা বাড়ির বাইরে বের হতে পারছেন না তাদের বাড়িতে প্যাকেট পৌঁছে দিচ্ছে কিংবা অসুস্থ রোগীদের হাসপাতালে পৌছে দেয়ার মতো কাজগুলো করছে তারা ৷ হিজড়া সাহায্যকারী দলেরই একজন ২৮ বছর বয়সি মুনমুন জানায়, প্রোটেকটিভ পোশাক, মাস্ক, গ্লাভস পরার পরও করোনা ভাইরাসের ভয় তার থেকেই যায় ৷ তারপরও সে সেই ভয়কে জয় করতে চায়৷ মুনমুনের ভাষায়, ‘‘মরতে আমাদের সকলেই হবে, তবে ভালো কোনো কাজ করে যদি মারা যাই মানুষ আমাদের মনে রাখবে৷’’
হিজড়া বা ট্রান্সজেন্ডার সমাজিকভাবে এখনো অবহেলিত যদিও বাংলাদেশ সরকার ২০১৩ সালে তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে৷
এনএস/কেএম( ডিপিএ)
২০১৯ সালের মার্চের ছবিঘরটি দেখুন...