করোনায় নতুন শনাক্ত আরো বেড়েছে
২৩ মে ২০২০বিজ্ঞাপন
এর আগে, ২১ মে সবচেয়ে বেশি এক হাজার ৭৭৩ জন রোগী শনাক্ত হয়েছিলেন৷
শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ৮৩৪ জনকে পরীক্ষা করা হয়েছে৷ সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬৭৫৷ এর মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩২ হাজার ৫৮ জন৷
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২০ জন৷ এ নিয়ে কোভিড-১৯ এ মোট মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন৷ আইইডিসিআর এর ওয়েবসাইটে শুক্রবার পর্যন্ত দেয়া তথ্য অনুযায়ী মৃত্যুবরণকারীদের ৪২ ভাগই ছিলেন ষাটোর্ধ্ব৷ ৫১ থেকে ৬০ বছর বয়সি ২৭ ভাগ, ৪১ থেকে ৫০ বছরের ১৯ ভাগ, ৩১ থেকে ৪০ বছরের সাত ভাগ, ২১ থেকে ৩০ বছরের রোগী ছিলেন তিন ভাগ৷
আক্রান্তদের মধ্যে শনিবার নতুন করে সেরে উঠেছেন ২৯৬ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়েছেন ছয় হাজার ৪৮৬ জন৷
এফএস/এআই