করোনায় বাড়ল কুকুরের মর্যাদা
১৪ এপ্রিল ২০২০সম্প্রতি তারা এক খসড়া নীতিমালায় কুকুরকে ‘লাইভস্টক' থেকে পোষা প্রাণী ক্যাটাগরিতে রাখার প্রস্তাব করেছে৷ লাইভস্টক ক্যাটাগরিতে সেই প্রাণীদের রাখা হয় যাদের মাংস, দুধ, চামড়া ইত্যাদি বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমতি আছে৷এছাড়া সামরিক কাজে ও খেলাধুলায়ও এদের ব্যবহার করা যায়৷
সাধারণ নাগরিকদের পরামর্শের জন্য খসড়া নীতিমালাটি প্রকাশ করা হয়েছে৷ এতে লাইভস্টক ক্যাটাগরিতে গরু, শুকর, মুরগি, উটসহ ১৮টি প্রাণী রাখা হয়েছে৷
‘হর্সশু ব্যাট' নামের এক ধরনের বাদুড় থেকে মধ্যবর্তী এক জাতের প্রাণীর (ইন্টারমিডেয়েরি স্পেসিস) মাধ্যমে মানবদেহে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে ধারণা করা হয়৷ চীনের উহানের বন্যপ্রাণী কেনাবেচার এক বাজারে প্রথম ঐ ভাইরাস শনাক্ত করা হয়৷
এরপর চীনে বন্যপ্রাণী কেনাবেচা স্থগিত করা হয়৷এই নিষেধাজ্ঞা স্থায়ী করারও অঙ্গীকার করেছে চীন৷
তবে বল্গা হরিণ, অ্যালপ্যাকা নামের মেষসদৃশ এক প্রাণী, ফিজেন্ট নামের লম্বা লেজবিশিষ্ট রঙিন পাখি, অস্ট্রিচ ও শেয়ালসহ ১৩টি বন্যপ্রাণীকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে৷
করোনার কারণে চীনে কুকুরের মাংস খাওয়া অজনপ্রিয় হয়ে উঠেছে৷প্রথম রাজ্য হিসেবে শেনজেনে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে৷
প্রাণীকল্যাণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনালের হিসেবে, মাংসের জন্ম চীনে প্রতিবছর প্রায় এক কোটি কুকুর হত্যা করা হয়৷ইউলিন শহরে প্রতিব ছর কুকুরের মাংস খাওয়ার উৎসবের আয়োজন করা হয়৷
কুকুরকে পোষা প্রাণী বিবেচনার প্রস্তাবকে ‘গেম চেঞ্জার' হিসেবে আখ্যায়িত করেছে হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল৷
জেডএইচ/কেএম (রয়টার্স)