করোনায় বাতিল যত আয়োজন
ফ্যাশন শো থেকে অপেরা হাউজ, মেলা বা নানা সাংস্কৃতিক আয়োজন; করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে একের পর এক অনুষ্ঠান আয়োজন বাতিল হয়ে যাচ্ছে৷
‘নো টাইম টু ডাই’
জেমস বন্ডের হাতে হয়তো আরো কিছুটা সময় আছে৷ তাই ড্যানিয়েল ক্রেগ অভিনীত ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তির তারিখ নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে৷ এপ্রিলে জেমস বন্ড সিরিজের এই সিনেমাটি মুক্তির কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস বিশ্বজুড়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে তাতে প্রযোজক ঝুঁকি নিতে চান না৷
ভেনিস আর্কিটেকচার বিয়েনালে
মে মাসে শুরু হওয়ার কথা থাকলেও মর্যাদাপূর্ণ এই আয়োজনটি তিনমাস পিছিয়ে আগস্টে নিয়ে যাওয়া হয়েছে৷ ২৯ আগস্ট থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এটি৷
লন্ডন বইমেলা
মার্চের ১০ থেকে ১২ তারিখ লন্ডনে বইমেলা হওয়ার কথা ছিল৷ কিন্তু কর্মীদের নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি বড় প্রকাশক মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলে মেলা বাতিল ঘোষণা করা হয়৷
ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট
করোনা ভাইরাসের কারণে সংগীত বিষয়ে ইউরোপের সবচেয়ে বড় মেলা ‘ম্যুজিকমেসে ফ্রাঙ্কফুর্ট’ স্থগিত করা হয়েছে৷ আগামী ২ থেকে ৪ এপ্রিল এই মেলা হওয়ার কথা ছিল৷ এবার মেলার ৪০তম বার্ষিকী উদযাপনের পরিকল্পনা ছিল৷
লাইপসিশ বইমেলা
করোনার কারণে লাইপসিশ বইমেলাও বাতিল করা হয়েছে৷ জার্মানির দ্বিতীয় বৃহৎ বইমেলাটি আগামী ১২ থেকে ১৫ মার্চ হওয়ার কথা ছিল৷
আইটিবি ট্রাভেল ট্রেড শো (বার্লিন)
ভ্রমণ বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় এই মেলার আয়োজনও শেষ মুহূর্তে বাতিল করেছেন আয়োজকরা৷
দ্য ল্যুভর
বিশ্বজুড়ে পর্যটকদের প্যারিস ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ল্যুভর মিউজিয়াম৷ ফ্রান্সে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর সেটি বন্ধ করে দেওয়া হয়েছে৷
মিলান ডিজাইন সপ্তাহ
প্রতিবছর এপ্রিলে সারা বিশ্বের পেশাদার ডিজাইনার, শিল্পী ও কোম্পানি নতুন নতুন আসবাবপত্রের নকশা এবং ইন্টেরিয়র ডিজাইন দেখতে মিলান যান৷ করোনা ভাইরাসের কারণে আয়োজকরা মেলা পিছিয়ে জুনে নিয়ে গেছেন৷
লা স্কালা অপেরা হাউজ
ইটালির অভিজাত অপেরা হাউজগুলোর একটি মিলানের লা স্কালা৷ আগামী ৮ মার্চ পর্যন্ত যেটি বন্ধ ঘোষণা করা হয়েছে৷
কে-পপ কনসার্ট
দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর কে-পপ বয় ব্যান্ড ‘বিটিএস’ সৌল অলিম্পিক স্টেডিয়ামে তাদের চারটি কনর্সাট বাতিল করেছে৷
‘মিশন ইম্পসিবল’
ইটালিতে করোনা ভাইরাস শনাক্তের পর টম ক্রুজ ভেনিসে তার ‘মিশন ইম্পসিবল’ সিনেমার শুটিং বাতিল করেছেন৷
প্যারিস ফ্যাশন উইক
করোনার প্রভাব প্যারিস ফ্যাশন উইকেও পড়েছে৷ অনেক বড় বড় ডিজাইনার অংশ নেননি৷ এমনকি সম্ভাষণ জানানোর ঐতিহ্যবাহী রীতিতেও পরিবর্তন দেখা গেছে৷