করোনায় যাদের পৌষমাস
বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের ধাক্কা লেগেছে৷ তবে সবার জন্য করোনা সর্বনাশ হয়ে আসেনি৷
নেটফ্লিক্স
করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে লোকজনকে ঘরে অবস্থানের পরামর্শ দেওয়া হচ্ছে৷ এই সময় নেটফ্লিক্সের মতো অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা মানুষের সঙ্গী হয়ে উঠছে৷ ফলে গত সপ্তাহে বিশ্ববাজারে নেটফ্লিক্সের শক্তিশালী অবস্থান দেখা গেছে৷
ঘরে বসে শরীরচর্চা
করোনা ভাইরাসের কারণে ঘরে থাকার সময়টা শরীরচর্চা করেও কাটাচ্ছেন অনেকে৷ ফলে শরীরচর্চা যন্ত্রপাতির বিক্রি যেমন বেড়েছে, তেমনি অনলাইনে বেড়েছে দর্শক৷ ফলে এ ব্যবসায় জড়িতদের এখন বেশ রমরমা অবস্থা৷
করোনা ভাইরাসে কোটিপতি
যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজিক্যাল কোম্পানি ‘মর্ডানা’ করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের দাবি করেছে৷ তাদের টিকা পরীক্ষাগারে মানবদেহে পরীক্ষা করা হবে৷ এ খবর কোম্পানিটির শেয়ারের দাম কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে৷
ঘরে থাকুন, সঙ্গে থাকুন
অনলাইনে টেলিকনফারেন্সের অ্যাপ ‘জুম ভিডিও’র শেয়ারের দাম ফেব্রুয়ারি পর্যন্ত ৫০ শতাংশ বেড়েছে৷ করোনা ভাইরাস আতঙ্কে ভ্রমণ কমিয়ে মানুষ এভাবেই এখন যোগাযোগ রক্ষা করছে৷
দোকানে খালি তাক
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর শুধু মাস্ক বা জীবাণুনাশক পণ্য কিনতেই হুড়াহুড়ি নয় বরং ইউরোপ, বিশেষ করে জার্মানিতে লোকজন খাবার মজুদ করতে শুরু করেছেন৷ ফলে সুপার মার্কেটগুলোর বিক্রি হু হু করে বেড়ে গেছে৷
নিরাপত্তা পণ্য
মাস্ক, জীবাণুনাশক, স্যানেটারি ওয়াইপসের মতো পণ্যের চাহিদা এতটা বেড়ে গেছে যে কয়েক গুণ বেশি দামে বিক্রি হওয়ার পরও সব দেশে এসব পণ্যের সংকট দেখা দিয়েছে৷ এসব পণ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত কোম্পানির ব্যবসা আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছে৷