1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় সবচেয়ে বিপর্যস্ত ইউরোপীয় দেশ ফ্রান্স

১২ নভেম্বর ২০২০

আক্রান্তের সংখ্যায় রাশিয়াকেও ছাড়িয়ে গেছে ফ্রান্স৷ বুধবার একদিনেই দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ, মোট আক্রান্ত ছাড়িয়েছে ১৮ লাখ৷

https://p.dw.com/p/3lCJJ
আক্রান্তের সংখ্যায় রাশিয়াকেও ছাড়িয়ে গেছে ফ্রান্স
আক্রান্তের সংখ্যায় রাশিয়াকেও ছাড়িয়ে গেছে ফ্রান্সছবি: Eco Clement/UPI Photo/Imago Images

ফ্রান্সে নতুন করে করোনার লকডাউন শুরু হয়েছে দুই সপ্তাহ ধরে৷ কিন্তু তাতেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ভাইরাস সংক্রমণ৷

দিন দিন সংক্রমণ বাড়তে থাকায় ফ্রান্সের নার্সিং হোমগুলোতে সেবা দেয়ার জন্য সেবাকর্মীদের নিয়োগ দিচ্ছে  আন্তর্জাতিক সাহায্য সংস্থা ডকটরস উইদাউট বর্ডারস ৷ সংস্থার সমন্বয়ক অলিভিয়া গেরাউড জানিয়েছেন দেশটির অতিরিক্ত কাজের চাপে থাকা সেবাকর্মীদের সহায়তাই তাদের মূল উদ্দেশ্য৷ ‘ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে' রক্ষার মাধ্যমে সংকট মোকাবিলায় সংস্থাটির অভিজ্ঞতা রয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

এক নজরে জেনে নিন বিশ্বের নানা অঞ্চলে করোনার সর্বশেষ পরিস্থিতি-

ইউরোপ

জার্মানি: ২৪ ঘণ্টায় ২১ হাজার ৮৬৬ জন সংক্রমিত হয়েছেন দেশটিতে, মারা গেছেন ২১৫ জন৷ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান জানিয়েছেন, সংক্রমণ কমে গেলেও শীতকাল জুড়েই চলাফেরায় কড়াকড়ি থাকবে৷ সংবাদসংস্থা আরবিবিকে তিনি বলেন, ‘‘এই শীতে ১০-১৫ জনের বেশি মানুষের অংশগ্রহণে কোনো আয়োজন হওয়া সম্ভব নয়৷''

সুইডেন: সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন জানিয়েছেন, তার সরকার রাত ১০টার পর বার, রেস্টুরেন্ট এবং নাইট ক্লাবে অ্যালকোহল বিক্রি বন্ধে একটি নতুন আইন প্রণয়নের পরিকল্পনা করছে৷ এই আইন ২০ নভেম্বর থেকে কার্যকর হতে পারে৷

এ সপ্তাহেই স্টকহোমের নার্সিং হোমগুলোতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সেগুলোতে বাইরের কারো প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

স্পেন: দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার, সংক্রমিত হয়েছেন ১৪ লাখেরও বেশি মানুষ৷ নতুন সংক্রমণের হারও বেড়ে চলেছে৷

ইউক্রেন: সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তার অবস্থা শঙ্কাজনক নয় বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর৷ দেশটির অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জেলেনস্কির শীর্ষ এক কর্মকর্তাও আক্রান্ত হয়েছেন৷ বৃহষ্পতিবার একদিনেই ১১ হাজার ৫৭ জন আক্রান্ত হয়েছেন, যা ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ৷

তুরস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে বিভিন্ন পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যস্ত সড়ক, বাস স্টপ এবং অন্যান্য স্থানেও এই কড়াকড়ি আরোপ করার কথা জানানো হয়েছে৷

এশিয়া

জাপান: অলিম্পিক আয়োজকেরা জানিয়েছেন টোকিও অলিম্পিকে অংশ নিতে যেসব অ্যাথলিট জাপান আসবেন তাদের ১৪ দিনের আইসোলেশন মানতে হবে না৷ ২০২০ সালে অলিম্পিক আয়োজনের কথা থাকলেও করোনার কারণে তা এক বছর পিছিয়ে দেয়া হয়৷ নিরাপদ আয়োজন নিশ্চিত করতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ রোববার জাপান যাচ্ছেন৷

ভারত: হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দীপাবলির আগে দেশটিতে সংক্রমণ বেড়েই চলেছে৷ দেশজুড়ে ৪৭ হাজারেরও বেশি নতুন সংক্রমণ ঘটেছে৷ রাজধানী নতুন দিল্লিতে রেকর্ড আট হাজার ৫৯৩ জন আক্রান্ত হয়েছেন৷ নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যাপক হারে আতশবাজির ফলে বায়ু দূষণ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে৷ এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষ আরো বেশি ঝুঁকিতে পড়তে পারবেন৷

নিউজিল্যান্ড: আগস্টের পর প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছে দেশটিতে, কিন্তু কার কাছ থেকে তিনি ভাইরাসটি পেয়েছেন তা শনাক্ত করা সম্ভব হয়নি৷

অ্যামেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্র: টানা দুদিন সংক্রমণের রেকর্ড হয়েছে দেশটিতে৷ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৪২ হাজারের বেশি মানুষ৷ বুধবার দেশটিতে ৬৪ হাজারের বেশি মানুষকে করোনার কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, মারা গিয়েছেন অন্তত এক হাজার ৪৬৪ জন৷

আর্জেন্টিনা: প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ জানিয়েছেন সম্ভাব্য করোনা সংক্রমণের কারণে তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন৷ ৬১ বছর বয়সি এ রাজনীতিক এক টুইটে জানিয়েছেন করোনা পজিটিভ হওয়া এক শীর্ষ কর্মকর্তার সংস্পর্শে এসেছিলেন তিনি৷

দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুশের শরীরে কোভিড-১৯ শনাক্ত করা হয়েছে, প্রাণ হারিয়েছেন চার হাজার মানুষ৷

এডিকে/কেএম (এএফপি, রয়টার্স, এপি, ডিপিএ)