কলকাতা বইমেলায় বাংলাদেশ থিম
করোনার পর ফের শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবারের থিম বাংলাদেশ।
বাংলাদেশ প্যাভেলিয়ন
শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলকাতা বইমেলার এবারের থিম বাংলাদেশ। গোটা প্যাভেলিয়ন সেজেছে বঙ্গবন্ধুর ছবি আর কাটআউটে।
আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী
প্রতিদিন বাংলাদেশ প্যাভেলিয়নে নানা অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। বাংলাদেশ থেকে বহু শিল্পী সেখানে যোগ দিচ্ছেন। আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী রুপা চক্রবর্তী।
কলকাতায় শিক্ষামন্ত্রী
কলকাতা বইমেলার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি। ঘুরে দেখেছেন গোটা প্যাভেলিয়ন।
কবি কামাল চৌধুরী
কলকাতা বইমেলার আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন কবি কামাল চৌধুরী। ঘুরে দেখেছেন ভারতের একাধিক স্টল।
পাশাপাশি কামাল চৌধুরী ও দীপু মনি
একই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কামাল চৌধুরী এবং দীপু মনি। আলোচনার ফাঁকে নিজেদের মধ্যে কথা বলে নেওয়া।
সাংসদ আরমা দত্ত
বাংলাদেশের জাতীয় সংসদের সাংসদ আরমা দত্ত যোগ দিয়েছেন কলকাতা বইমেলার অনুষ্ঠানে। মানবাধিকার কর্মী হিসেবে বাংলাদেশের পাশাপাশি ভারতেও তার নাম গুরুত্বপূর্ণ।
ডেপুটি হাই কমিশনারের উপস্থিতি
প্রতি বছরই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে। এবারও ব্যতিক্রম হয়নি। মেলার আলোচনায় যোগ দিয়েছেন ডেপুটি হাই কমিশনার তৌফিক হাসান।
এবং গান
মেলায় গান হবে না, তা-ও কী হয়। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন গায়িকা শামা সরয়াত রহমান।
বিনিসুতোয় গাঁথা
বাংলাদেশ প্যাভেলিয়নের অনুষ্ঠান এক সুতোয় বেঁধে রেখেছিলেন বিশিষ্ট লেখক এবং অধ্যাপক পবিত্র সরকার। ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ক যার কেবল কাজ নয়, ভালোবাসা।