1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার সঙ্গে জুড়ে গেছে বায়ার্ন মিউনিখ

১৯ নভেম্বর ২০১০

২০০৫ সাল থেকে জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের কলকাতা দর্শন শুরু৷ অলিভার কান'এর শেষ ম্যাচও অনুষ্ঠিত হয়েছে কলকাতার মাঠে৷ এবার সেই মাঠেই ‘বায়ার্ন অলস্টার্স' কলকাতার ‘ইস্টবেঙ্গল অলস্টার্স'কে ১০-৩ গোলে হারালো৷

https://p.dw.com/p/QDJZ
কলকাতার মাঠে বায়ার্ন অলস্টার্সছবি: DW

২০০৫ সালে বায়ার্নের ‘খুদে' টিম জিতে নিয়েছিল আইএফএ শিল্ড৷ তারপর থেকে বিভিন্ন রূপে, নতুন সাজে কলকাতার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বায়ার্ন৷ ২০০৮ সালের মে মাসে জার্মানির বিশ্বকাপ টিম ও বায়ার্নের গোলকিপার অলিভার কান তাঁর পেশাদারী জীবনের শেষ ম্যাচ খেলেছিলেন কলকাতারই যুবভারতী ক্রীড়াঙ্গনে, প্রায় ১ লক্ষ ২০ হাজার দর্শকের সামনে৷ বায়ার্নের সেকেন্ড টিম ২০০৯ সালের জানুয়ারি মাসে ৯ দিনের জন্য পশ্চিমবঙ্গে এসেছিল৷ শুধু খেলা নয়, পশ্চিমবঙ্গে ফুটবল অ্যাকাডেমি গড়ে তোলার ক্ষেত্রেও সক্রিয় হতে চায় বায়ার্ন৷

Fußball Bayern Allstars Kalkutta Indien
ইস্টবেঙ্গলকে ১০-৩ গোলে হারালো বায়ার্ন দলছবি: DW

দ্বিপাক্ষিক সম্পর্ক মানেই শুধু প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের সফর, হাসিমুখে হাত মেলানো, লোকচক্ষুর অন্তরালে চুক্তি স্বাক্ষর নয়৷ খেলার মাঠেও গড়ে ওঠে নিবিড় সম্পর্ক, যেমনটা কলকাতার সঙ্গে জার্মানির বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে৷

Fußball Bayern Allstars Kalkutta
বায়ার্ন’এর হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন সহকর্মী অরুনাভ চৌধুরীছবি: DW

এরপর গত ১৭ই নভেম্বর ‘বায়ার্ন অলস্টার্স' টিম যুব-ভারতী ক্রীড়াঙ্গনে খেললো ‘ইস্টবেঙ্গল অলস্টার্স'এর বিরুদ্ধে৷ এই ম্যাচ থেকে যে আয় হলো, তা কলকাতার পথশিশুদের কল্যাণে দান করা হল৷ ইস্টবেঙ্গলকে ১০-৩ গোলে হারালো বায়ার্ন দল৷ এর মধ্যে ৪টি গোল করলেন পাউলো স্যার্খিয়ো৷ দলে ছিলেন ৬ জন বিশ্বকাপ তারকা৷ পাউল ব্রাইটনার, আন্দ্রেয়াস ব্রেমে ছাড়াও কলকাতা দেখতে পেল স্টেফান রয়টার, হান্স ফ্ল্যুগলার, রাইমন্ড আউমানের মত তারকা খেলোয়াড়দের খেলা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক