কলকাতায় বিজয় দিবস উদযাপন
৫১তম বিজয় দিবস উপলক্ষে কলকাতার ফোর্ট উইলিয়ামে শুরু হয়েছে উৎসব। এসেছেন মুক্তিযোদ্ধারাও।
বিজয় দিবসের উৎসব
প্রতিবছরই বিজয় দিবসের উৎসব পালিত হয় ভারতে। সেনাবাহিনীর বিভিন্ন দপ্তরে অনুষ্ঠান হয়। তবে কলকাতার ফোর্ট উইলিয়ামের উৎসব সবচেয়ে বড়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।
দুই দিনের উৎসব
দুই দিন ধরে উৎসবের আয়োজন করা হয়েছে। ১৫ ডিসেম্বর সেনা বাহিনীর জওয়ানেরা কুচকাওয়াজ করেছেন। ১৬ তারিখ সম্মান জানানো হবে মুক্তিযোদ্ধাদের।
দর্শক সমাগম
বিজয় দিবসের অনুষ্ঠআন দেখতে কলকাতা ময়দানে দর্শক সমাগম। ভোরবেলা দর্শকেরা পৌঁছে গেছেন ফোর্ট উইলিয়ামের সামনের মাঠে।
আকাশ থেকে পুষ্পবৃষ্টি
বাংলাদেশের পতাকা নিয়ে উড়ে যাচ্ছে ভারতীয় সেনা বাহিনীর বিশেষ হেলিকপ্টার। এরপরেই পুষ্পবৃষ্টি হবে।
হেলিকপ্টারের কুচকাওয়াজ
সেনা বাহিনীর একাধিক আধুনিক হেলিকপ্টার নিয়ে আসা হয়েছে রেসকোর্সে। আকাশ থেকে কুচকাওয়াজ দেখিয়েছে নানা হেলিকপ্টার এবং চপার।
ডগ শো
বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর খেলা দেখাচ্ছে বিজয় দিবসে।
ভারতীয় সেনার কুচকাওয়াজ
ভারতীয় সেনা জওয়ানরা নানারকম কসরত দেখিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।
প্যারাট্রুপারের খেলা
বিমান থেকে ঝাঁপ দিয়ে প্যারাসুটে করে নেমে আসছেন ভারতীয় সেনার এক প্যারাট্রুপার। প্যারা কম্যান্ডোদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় ভারতীয় বাহিনীতে।