কলকাতায় শুরু বাংলাদেশ বইমেলা
কলেজ স্কোয়্যারে বাংলাদেশ বইমেলা নিয়ে পাঠকদের আগ্রহ চোখে পড়ার মতো। উপচে পড়ছে ভিড়।
বইমেলার গেট
কলেজ স্কোয়্যারে বইমেলায় ঢোকার গেট। বাংলাদেশের পতাকার আদলে তৈরি গেটে উজ্জ্বল শেখ মুজিবের ছবি।
কলেজ পাড়া
কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়্যার চত্বর কলকাতার কলেজ পাড়া নামে পরিচিত। একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, অন্যদিকে সংস্কৃত এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। পাশেই হেয়ার এবং হিন্দু স্কুল, সামান্য দূরে বেথুন কলেজ এবং স্কটিশচার্চ। ফলে বাংলাদেশ বইমেলা ভরে থাকছে বইপাগল ছাত্রছাত্রীদের ভিড়ে।
মুজিবের প্রিজন ডায়েরিস
বাংলাদেশ বহু প্রকাশক বই নিয়ে এসেছেন কলকাতায়। বিক্রি হচ্ছে বাংলাদেশের পুরনো এবং নতুন বই। শেখ মুজিবের জেলের ডায়েরি কিনছেন এই প্রজন্মের ছাত্রছাত্রীরা।
এবং সেলফি
যে কোনো অনুষ্ঠানেই এখন সেলফি তোলা বাধ্যতামূলক। বই কেনার ফাঁকে মুজিবুর রহমানের ছবির সামনে সেলফি তুলছেন এক বইপ্রেমী।
মুজিব স্ট্যান্ডি
গোটা বইমেলা জুড়েই বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা হয়েছে নানাভাবে। কোথাও ফ্লেক্স, কোথাও স্ট্যান্ডি।
বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগ
বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আয়োজিত হয়েছে এই বইমেলা। এবছর বইমেলা দশম বছরে পা দিল।
বিশিষ্টদের ভিড়
কলকাতার বিশিষ্ট কবি-সাহিত্যিক-গল্পকার-শিল্পীরা নিয়মিত যাচ্ছেন বইমেলায়। ঘুরে দেখছেন বাংলাদেশের বিভিন্ন বইয়ের স্টল।