1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পাচারের ছবির বিশ্ব জয়

১৮ ফেব্রুয়ারি ২০১৬

সার্বিয়া-হাঙ্গেরি সীমান্তের কাঁটাতারের বেড়ার নীচ দিয়ে একটি শিশুকে আরেকজনের হাতে তুলে দিচ্ছেন এক পুরুষ৷ এই ছবি চলতি বছর ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড' জয় করেছে৷ সাদা-কালো ছবিটিতে শরণার্থী সংকটের করুণ চিত্র ফুটে উঠেছে৷

https://p.dw.com/p/1HxQU
World Press Photo 2016 Flüchtlinge an den Grenzzaun bei Röszke Ungarn
ছবি: Warren Richardson

বুদাপেস্টভিত্তিক অস্ট্রেলীয় মুক্তপেশাজীবী আলোকচিত্রী ওয়ারেন রিচার্ডসন ছবিটি তুলেছেন৷ হাঙ্গেরির সীমান্তে একদল শরণার্থীর সঙ্গে গতবছর কয়েকদিন কাটানোর সময় ছবিটি তোলেন তিনি৷

ওয়ার্ল্ড প্রেস ফটোর বিচারকমন্ডলীর সদস্য ভন ওয়ালেস, যিনি আল জাজিরা অ্যামেরিকার একজন উচ্চ পদস্থ ‘ফটো এডিটর'৷ ছবিতে শিশু এবং তাকে ধরে রাখা পুরুষটির মধ্যেও এক কাঁটাতারের বেড়া ফুটে উঠেছে৷ বলা বাহুল্য ছবিটি অত্যন্ত শক্তিশালী এবং মর্মস্পর্শী৷

চাঁদের আলোতে তোলা এই ছবিতে ২০১৫ সালে যুদ্ধ, খরা এবং সংঘাত থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ মানুষের ইউরোপে আসার সংগ্রাম ফুটে উঠেছে৷ ছবিটি তোলার রাতের কথা জানাতে গিয়ে রিচার্ডসন বলেন, ‘‘সে রাতে আমরা পুলিশের সঙ্গে কার্যত ‘ইদুর-বিড়াল' খেলছিলাম৷ ভোর তিনটার দিকে চাঁদের আলোতে ছবিটি তুলতে হয়েছিল, কেননা ‘ফ্ল্যাশ' জ্বালালে তা পুলিশের নজরে আসতো৷''

রিচার্ডসন ছবিটির শিরোনাম দিয়েছেন, ‘নতুন জীবনের আশায়'৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান