কাতার বিশ্বকাপ সবচেয়ে ব্যয়বহুল, কিন্তু কতটা?
২০ নভেম্বর ২০২২শেষ পর্যন্ত সেটি কত হয়েছে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেয়া সম্ভব নয়৷ তবে বেশ কয়েকটি হিসাব বলছে, মোট খরচ ২০০ বিলিয়ন ডলার পেরিয়ে যাবে৷ শেফিল্ড হালাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ফাইন্যান্স বিভাগের লেকচারার ড্যান প্লুমলে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সাম্প্রতিক সময়ের কিছু হিসাব বলছে, খরচ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে৷ এটা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ হতে যাচ্ছে, যদিও আমরা এখনও জানি না, ঠিক কত বেশি খরচ হতে যাচ্ছে৷''
যুক্তরাষ্ট্রের স্পোর্টস ফাইন্যান্স কনসাল্টেন্সি ‘ফ্রন্ট অফিস স্পোর্টস'-এর হিসেবে খরচ ২২০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে৷
বিশ্বকাপ আয়োজনের দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রধান হাসান আল থাওয়াদি জানিয়েছেন, ২০১০ সালে আয়োজনের দায়িত্ব পাওয়ার পর অবকাঠামো খাতে খরচ ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে৷
শুধু বিশ্বকাপআয়োজনের খরচ কত সেটা নিশ্চিত করে বের করতে না পারার কারণ কাতার সরকার ‘কাতার ন্যাশনাল ভিশন ২০৩০'-এর আওতায় অবকাঠামো উন্নয়নের কাজ আগেই শুরু করেছিল৷ বিশ্বকাপের দায়িত্ব পাওয়ার পর সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে আরো আগে বাস্তবায়ন করা হয়৷ যেমন নতুন মেট্রো ব্যবস্থা চালু, আন্তর্জাতিক বিমানবন্দর, নতুন রাস্তা, প্রায় একশ নতুন হোটেল ও অবকাশ যাপনের সুবিধাদি নির্মাণ করা হয়েছে৷
বিশ্বকাপ উপলক্ষ্যে সাতটি নতুন স্টেডিয়াম তৈরি করা হয়েছে৷ সরকার বলছে, এতে সাড়ে ছয় বিলিয়ন ডলার খরচ হয়েছে৷ মোট আটটি স্টেডিয়ামে খেলা হবে৷
২৮ লাখ মানুষের দেশে এতগুলো স্টেডিয়ামের প্রয়োজন নেই৷ তাই বিশ্বকাপ শেষে তিনটি রেখে বাকিগুলো অন্য কাজে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে৷
লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ফুটবল ফাইন্যান্স স্পেশালিস্ট কিরেন ম্যাগোয়ার মনে করছেন, নতুন অবকাঠামো দেখিয়ে ভবিষ্যতে কাতার হয়ত ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপা লিগের ফাইনালের মতো খেলা আয়োজন করতে চাইতে পারে৷
আর্থার সুলিভান/জেডএইচ