1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাতারের তৃতীয় বিশ্বকাপ স্টেডিয়াম প্রস্তুত

৭ জুন ২০২০

আঞ্চলিক বিরোধে সৃষ্ট নানা প্রতিবন্ধকতার মধ্যেই কাতারের ২০২২ বিশ্বকাপ ফুটবল আয়োজনের প্রস্তুতি জোরশোরে চলছে৷

https://p.dw.com/p/3dO9X
Fußball Weltmeisterschaft Stadion Katar Baustelle
ছবি: Getty Images/K. Abou Mehri

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বৃহস্পতিবার তাদের তৃতীয় ফুটবল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়৷ ওই স্টেডিয়ামের নাম দেয়া হয়েছে ‘এডুকেশনাল সিটি স্টেডিয়াম’৷ বিশ্ববিদ্যালয় এবং গবেষণা ক্যাম্পাসের কারণে ওই এলাকার নাম দ্য এডুকেশন সিটি গ্রাউন্ড, সেই নাম অনুসারে স্টেডিয়ামের নাম রাখা হয়েছে৷ এই স্টেডিয়ামে আগামী ১৮ ডিসেম্বর ‘ক্লাব ওয়ার্ল্ড কাপ’ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা৷ 

বিশ্বকাপের সূচি অনুযায়ী এই মাঠে কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ার কথা৷ স্টেডিয়ামের দর্শক আসন ৪০ হাজার৷ 

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আড়াই বছর বাকি৷ তাই কাতার এরই মধ্যে বিশ্বকাপের জন্য ৪০ হাজার আসন সমৃদ্ধ আল-জানয়্যুব নামে নতুন একটি স্টেডিয়াম নির্মাণ করে ফেলেছে৷ খলিফা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের সংস্কার করে সেটিকেও ঝাঁ-চকচকে করে ফেলেছে৷ আরো পাঁচটি নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে৷

ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা এবং সন্ত্রাসবাদের মদদ দাতার অভিযোগ তুলে সৌদি আরব নেতৃত্বাধীন জোট তিন বছর আগে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে৷ দোহা সব অভিযোগ অস্বীকার করেছে৷

২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং দেশটির জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দেয়৷

তারপর নানা সময়ে উভয় পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও বিরোধের নিষ্পত্তি এখনো হয়নি৷ তবে গত বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন দোহায় একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল৷

এসএনএল/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান