1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মেলবোর্নে গরমের আতঙ্ক

১৪ জানুয়ারি ২০১৪

তীব্র গরমে ২০২০ সালের ফুটবল বিশ্বকাপ কাতারে আয়োজন করা ঠিক হবে কিনা – এ বিতর্ক এখনো চলছে৷ এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেনেও দুশ্চিন্তা তীব্র গরম নিয়ে৷ তবে আয়োজকরা বলছেন, এখনো কেউ মারা যায়নি, তাই চিন্তার কিছু নেই৷

https://p.dw.com/p/1Apq3
Novak Djokovic
নোভাক জোকোভিচছবি: picture-alliance/dpa

মেলবোর্নে সোমবার থেকে শুরু হয়েছে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন৷ শুরুর দিন থেকেই কোর্টে সূর্যের তাপে পুড়ছেন খেলোয়াড়রা৷ নোভাক জোকোভিচ এবং সেরেনা উইলিয়ামস আসর শুরু করছেন জয় দিয়ে৷ তবে জয়-পরাজয়ের চেয়ে বড় হয়ে উঠেছে সুস্থ থাকার প্রশ্ন৷ আবহাওয়া পূর্বাভাষ বলছে, আগামী চারদিন মেলবোর্নের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি থাকবে৷ এমন গরমে পানিস্বল্পতা কিংবা ‘হিট স্ট্রোক'-এ অনেকের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না৷ কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা বলছেন, তাঁদের দেয়া পরামর্শ অনুযায়ী চললে খেলোয়াড়রা সুস্থ শরীর নিয়েই আসর শেষ করতে পারবেন৷

অস্ট্রেলিয়ান ওপেনের চিফ মেডিক্যাল অফিসার টিম উড খেলোয়াড়দের আশ্বস্ত করতে গিয়ে বলেছেন, ‘‘ফুটবল বা সারাক্ষণ দৌড়াতে হয় এমন অন্য খেলাগুলোর মধ্যে টেনিসে গরমে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কম৷'' টেনিসে তীব্র গরমের কারণে এখনো কোনো খেলোয়াড় মারা যাননি – এ কথা মনে করিয়ে দিয়ে তিনি বরং সুস্থ থাকার জন্য খেলোয়াড়দের অতিরিক্ত পান না করার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন, ‘‘অতিরিক্ত মদ্যপানের জন্য অতীতে আমরা অনেক খেলোয়াড়কে মৃত্যুর কাছাকাছি চলে যেতে দেখেছি৷ সুতরাং কম পান করে পানিস্বল্পতায় ভোগা নয়, বরং টেনিসে বড় বিপদ হলো বেশি পান করা৷''

BdT Wetter Australien Australian Open Hitze 46 Grad
গরম যেন কমছেই না....ছবি: AP

টিম উড মনে করেন, মেলবোর্নে যে তাপমাত্রা খুব ওঠানামা করে এ বিষয়টি আসরের সব খেলোয়াড়েরই জানা আছে৷ সে কারণে একটু বুঝেশুনে চললে এবং আয়োজক কমিটি প্রত্যেক খেলোয়াড়কে গরমের ধকল সামলাতে যেসব পরামর্শ দিয়েছে সেগুলো মেনে চললে ভাবনার কিছু নেই৷

আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমের এ সময়টাতে মেলবোর্নের তাপমাত্রা ১৬ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে৷ তবে আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রির নীচে নামার সম্ভাবনা নেই৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য