1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁসি কার্যকর

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ ডিসেম্বর ২০১৩

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কার্যকর করা হয়েছে৷ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা এক মিনিটে রায় কার্যকর করা হয়৷ বার্তাসংস্থা রয়টার্স এবং এএফপি নিশ্চিত করেছে এই তথ্য৷

https://p.dw.com/p/1AXzP
Bangladesch Kriegsverbrecher Abdul Quader Molla gehängt
ছবি: Mustafiz Mamun

এর আগে কারা মহাপরিদর্শক মঈনুদ্দিন খন্দকার জানিয়েছেন মঙ্গলবার রাতে যেখান থেকে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত হয়েছে সেখান থেকেই আবার শুরু হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া৷

কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজের আদেশ কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল এবং আসামি পক্ষের কাছে পৌঁছে গেছে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই৷ আর মন্ত্রণালয়ে বিকেলে জরুরি বৈঠকের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন কাদের মোল্লার আর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ নেই৷ তিনি আগেই প্রাণভিক্ষা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন৷ আর এই ক্ষেত্রে জেল কোড অনুসরণের কোনো প্রয়োজন নেই৷

কারা মহাপরিদর্শক মঈনুদ্দিন খন্দকার জানিয়েছেন মঙ্গলবার রাতে ফাঁসি কার্যকর করতে যে পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল তারপর থেকেই কাজ শুরু করছেন তারা৷ ঐ রাতে স্থগিত আদেশ পাওয়ার আগ পর্যন্ত যেসব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা আর নতুন করে করা হবে না৷ আর ফাঁসি কার্যকর করার পরবর্তী প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করেছেন কারা কর্মকর্তারা৷ কারাগার এবং আশপাশ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু৷

Abdul Quader Mollah
স্থগিত হয়েছে যেখানে সেখান থেকেই শুরু হচ্ছে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়াছবি: Reuters

বৃহস্পতিবার সন্ধ্যায় কাদের মোল্লার স্ত্রী, সন্তান এবং আত্মীয়-স্বজন কারাগারে কাদের মোল্লার সঙ্গে শেষ দেখা করেছেন৷ আর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে কাদের মোল্লাকে ফাঁসি দেয়া হলে তাঁর প্রতি ফোটা রক্তের জবাব দেয়ার হুংকার দিয়েছে৷

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কাদের মোল্লার রিভিউ আবেদনের গ্রহণযোগ্যতার শুনানি শেষে বৃহস্পতিবার দুপুর ১২টার পর দেয়া রায়ে আপিল বিভাগ কাদের মোল্লার আবেদন খারিজ করে দেন৷ এর ফলে একাত্তরে মু্ক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে সব বাধা অপসারিত হয়৷ তবে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেছেন আদেশের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরই জেল কোড মেনে দণ্ড কার্যকর করা যাবে৷

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন দেশের মানুষের চূড়ান্ত বিজয় হয়েছে৷ তিনি বলেন, ‘‘আমরা যুদ্ধে নেমেছি৷ এ যুদ্ধে আমাদের বিজয় হবেই৷''

গত মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার সব প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ৷ কাদের মোল্লা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে অস্বীকৃতি জানানোর পর ঐ প্রস্তুতি নেয়া হয়েছিল৷ কিন্তু তার আগেই মঙ্গলবার রাতে কাদের মোল্লার আইনজীবীরা অ্যাটর্নি জেনারেলকে না জানিয়েই সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেনের কাছে ফাঁসি কার্যকর স্থগিতের আবেদন জানান৷ চেম্বার জজ তাদের আবেদন গ্রহণ করে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ফাঁসির দণ্ড কার্যকর স্থগিত করেন৷ বুধবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি শুরু হলে তা শেষ না হওয়া পর্যন্ত ফাঁসি স্থগিতের আদেশ দেন আদালত৷ আর বৃহস্পতিবার কাদের মোল্লার আবেদন খারিজ হলে ফাঁসির পথে সব বাধা সরে যায়৷ প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিচারপতি এস কে সিনহা, আবদুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন এবং এই এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন৷

Dhaka Urteil Abdul Quader Mollah 12.12.2013
শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা এখনো সেখানে অবস্থান করছেনছবি: Reuters

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাদের মোল্লাকে গত ৫ই ফেব্রুয়ারি যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল৷ আর আইন সংশোধন করে আপিল করা হলে ১৭ সেপ্টেম্বর ফাঁসির দণ্ড দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ৷ গত ৫ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়৷ ৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করে৷

এদিকে সুপ্রিম কোর্টের এই আদেশের পর সারাদেশে জামায়াত-শিবির সহিংসতা শুরু করেছে বলে খবর পাওয়া গেছে৷ ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি এ টি এম ফজলে কবিরের চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে হামলা চালানো হয়েছে বুধবার গভীর রাতে৷ আর কাদের মোল্লার ছেলে হাসান জামিল শেষবারের মতো তার বাবার সঙ্গে দেখা করার সুযোগ চেয়েছেন৷

অন্যদিকে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা এখনো সেখানে অবস্থান করছেন৷ আপিল বিভাগের আদেশের খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ জাতীয় পতাকা এবং মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন৷ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন কাদের মোল্লার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা অবস্থান করবেন৷ আর নিরাপত্তার জন্য ঢাকাসহ সারাদেশে র‌্যাব-পুলিশ ছাড়াও বিজিবি মোতায়েন করা হয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য