কান উৎসবে বিদ্যা, অমিতাভ
১৬ মে ২০১৩কান চলচ্চিত্র উৎসবের লালা গালিচা মানেই গোটা বিশ্বের নজর৷ ‘গ্রেট গ্যাটসবি'-র তারকাদেরও সেখানে দেখা গেল৷ ছিলেন লিওনার্ডো ডিক্যাপ্রিও, ক্যারি মালিগ্যান, অমিতাভ বচ্চন ও পরিচালক বাজ লুয়রম্যান৷ ২০০১ সালে এই লুয়রম্যান তাঁর ‘মুল্যাঁ রুজ' ছবি নিয়ে হাজির ছিলেন কান-এ৷ কান-এ এত জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বোধহয় এর আগে হয় নি৷ তারকাদের তালিকায় আরও আছেন মাইকেল ডগলাস, ম্যাট ডেমন, এমা ওয়াটসন ইত্যাদি৷ ১২ দিন ধরে গোটা বিশ্বের চলচ্চিত্র জগতের দিকপালদের সমারোহ দেখা যাবে ফ্রান্সের এই ছোট্ট শহরে৷
গত কয়েক বছরে আর্থিক মন্দার বিষণ্ণ ছাপ পড়েছিল কান চলচ্চিত্র উৎসবের উপরেও৷ এ বছর সেই কালো ছায়া কেটে যাবে বলে আশা করা হচ্ছে৷ গত প্রায় এক দশক ধরে হলিউডের উপস্থিতি বেড়ে গেছে৷ বাকি বিশ্বে হলিউডের ছবির বিপণনের গুরুত্বপূর্ণ কেন্দ্রও হয়ে উঠছে কান৷
এ বছরের জুরিমণ্ডলীও বেশ নজর কাড়ার মতো৷ স্টিভেন স্পিলবার্গের নেতৃত্বে রয়েছেন অভিনেত্রী নিকোল কিডম্যান, পরিচালক আং লি, ভারতের বিদ্যা বালন, অস্ট্রিয়ার ক্রিস্টফ ভালৎস ইত্যাদি৷
চরিত্রটি ছোট হলেও হলিউড ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে অমিতাভ বচ্চন বেশ সন্তুষ্ট৷ বলেছেন, এর আগে এমন প্রস্তাব আসে নি৷ ভবিষ্যতেও উপযুক্ত চরিত্রের জন্য তাঁর নাম ভাবা হলে তিনি আপত্তি করবেন না৷ ৭১ বছরের এই যুবক ফেসবুক, টুইটার, ব্লগের মাধ্যমে ভক্তদের ‘আপডেট' দিয়ে চলেছেন কান চলচ্চিত্র উৎসব সম্পর্কে৷
এসবি/ডিজি (রয়টার্স, এপি)