কাবুলে বিধ্বংসী গাড়ি বোমা
৩১শে মে সকালে কাবুলের দূতাবাস এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত ও আরো ৪০০ জন আহত হয়েছেন বলে আফগান কর্তৃপক্ষের বিবৃতিতে প্রকাশ৷ হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে৷
কালো ধোঁয়া
বোমাটি একটি ময়লা ফেলার গাড়িতে রাখা ছিল বলে রয়টার্সের খবরে প্রকাশ৷ বিস্ফোরণের পর দূতাবাস এলাকার আকাশ ধোঁয়ায় ছেয়ে যায়৷ জার্মান দূতাবাসসহ বিভিন্ন বিদেশি দূতাবাসের অবস্থান এই এলাকায়৷ আফগান রাষ্ট্রপ্রধানের বাসভবনও এখানে৷
জার্মান দূতাবাসের প্রহরী নিহত
কাবুলের জার্মান দূতাবাস এই বোমা আক্রমণের লক্ষ্য ছিল কিনা, তা এখনও অজ্ঞাত৷ কিন্তু বিস্ফোরণে জার্মান দূতাবাসের এক আফগান সিকিউরিটি গার্ড নিহত ও দূতাবাসের দু’জন কর্মী আহত হয়েছেন বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন৷
শক্তিশালী বোমা
বিস্ফোরণ এতই জোরালো ছিল যে, অনেক দূরের বাড়িঘরেরও জানালা-দরজা উড়ে গেছে৷ এই হামলার যাবতীয় দায়িত্ব অস্বীকার করেছে তালেবান৷ তথাকথিত ইসলামিক স্টেট ইতিপূর্বে কাবুলে এ ধরনের আক্রমণ চালিয়েছে৷
লক্ষ্য ছিল ডিপ্লোম্যাটিক এনক্লেভ?
ন্যাটোর নেতৃত্বাধীন ‘রেজোলিউট সাপোর্ট’ মিশন জানিয়েছে যে, আফগান নিরাপত্তা বাহিনী বোমার গাড়িটিকে ‘গ্রিন জোনে’ ঢুকতে দেয়নি৷ আরএস মিশনের হেডকোয়ার্টার্স ঐ গ্রিন জোনেই অবস্থিত৷
একাধিক দূতাবাসের ক্ষতি
কাবুলের ফরাসি, তুর্কি ও চীনা দূতাবাসগুলি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে দৃশ্যত কোনো কূটনীতিক আহত হননি৷ বিবিসি জানায়, তাদের এক ড্রাইভার সাংবাদিকদের অফিসে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন৷ চারজন সাংবাদিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
আফগান আশ্রয়প্রার্থীদের ফেরৎ পাঠানো বন্ধ রাখছে জার্মানি
একটি চার্টার উড়াল ইতিমধ্যেই বাতিল করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আর কোনো উড়াল হবার সম্ভাবনা নেই৷ কারণ, হিসেবে বলা হয়েছে, কাবুলের জার্মান দূতাবাসের কর্মীদের এখন প্রশাসনিক কাজকর্ম নিয়ে মাথা ঘামানোর সময় নেই৷ গত ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে মোট ৯২ জন আফগান নাগরিককে বিমানযোগে স্বদেশে ফেরৎ পাঠানো হয়৷
‘আরেকটা কঠিন বছর’
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সৈন্যদের সাবধান করে দিয়ে বলেছেন যে, উগ্রপন্থি বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে সংগ্রামে ‘‘আরো একটি সংকটজনক বছরের’’ জন্য তাদের প্রস্তুত থাকতে হবে৷