কাবুলে ‘মার্কিন ভুলে’ মরেছে সাধারণ মানুষ
১৮ সেপ্টেম্বর ২০২১পেন্টাগন শুক্রবার জানিয়েছেন গতমাসে আফগান রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলায় ‘ইসলামিক স্টেটের' জঙ্গিদের বদলে ভুলবশত সাধারণ মানুষের মৃত্যু হয়েছে৷
ড্রোন হামলা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নিজস্ব পর্যালোচনার পর এই ঘোষণা আসলো৷
মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি জানিয়েছেন, হামলায় সাতশিশুসহ দশজন ‘দুঃখজনকভাবে নিহত' হয়েছেন৷ তিনি বলেন, ‘‘এটা একটা ভুল ছিল এবং আমি এজন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি৷''
‘‘হামলা চালানোর সময় আমি বিমানবন্দরে থাকা বাহিনীর উপর আসন্ন হুমকি ঠেকানো সম্ভব হয়েছে বলে আত্মবিশ্বাসী ছিলাম,'' যোগ করেন তিনি৷
ম্যাকেঞ্জি ড্রোন হামলাটির সম্পূর্ণ দায় নিজের উপরে নিয়ে নিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমি সেই হামলার এবং তার দুঃখজনক ফলাফলের জন্য দায়ী৷''
মার্কিন বাহিনীর কাবুলত্যাগ করার কয়েকদিন আগের সেই ড্রোন হামলাকে ‘ভয়াবহ ভুল' আখ্যা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও ক্ষমাপ্রার্থনা করেছেন৷ এজন্য দায়ীদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ৷
পেন্টাগন অবশ্য এর আগে জানিয়েছিল যে ২৯ আগস্টের ড্রোন হামলা একটি গাড়িকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছিল যেটি আত্মঘাতী বোমারুদের নিয়ে কাবুল বিমানবন্দরের দিকে আসছিল৷ বিমানবন্দরটিতে তার কয়েকদিন আগেই এক আত্মঘাতী হামলায় এক ডজনের বেশি মার্কিন সেনা এবং বেশ কয়েকজন বেসামরিক আফগান প্রাণ হারান৷ ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করে৷
সেসময় মার্কিন কর্তৃপক্ষ এই দাবিও করে যে ড্রোন হামলায় কোনো বেসামরিক প্রাণহানি ঘটেনি, যদিও এক আফগান কর্মকর্তা তখন দাবি করেছিল যে হামলায় শিশুরাও নিহত হয়েছে৷
এআই/জেডএ (এপি, রয়টার্স)