কারচুপির অভিযোগ তদন্ত করছে কমিশন: মুখপাত্র
৩০ ডিসেম্বর ২০১৮বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘‘সারা দেশ থেকে অভিযোগ আসছে এবং সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে৷
‘‘আমরা যদি আমাদের নিজস্ব চ্যানেলে নিশ্চিত হতে পারি, তাহলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে,’’ বলেন কমিশন মুখপাত্র৷
রবিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলেছে বিকাল চারটা পর্যন্ত৷ তবে এজেন্টদের বের করে দেওয়া ও ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগে ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিরোধী দলের প্রায় অর্ধশত প্রার্থী ভোট বর্জন করেন৷
ভোট গ্রহণ শেষের আগে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বিদেশি সাংবাদিকদের বলেন, ‘‘মানুষকে হত্যা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, প্রার্থীদেরও গ্রেপ্তার করা হচ্ছে৷ এটা নজিরবিহীন, অতীতে এমনটা শোনা যায়নি, স্বপ্নেও ভাবা যায়নি৷ আমি খারাপ স্বপ্ন, এমনকি দুঃস্বপ্নেও চিন্তা করতে পারিনি যে, স্বাধীনতার ৪৭ বছর পর আমাকে বাংলাদেশে এমনটা দেখতে হবে, শুনতে হবে৷ অবিশ্বাস্য৷’’
নিজের হতাশা, রাগ, যন্ত্রণা প্রকাশের শব্দ তিনি খুঁজে পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি৷
তবে দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘‘বাংলাদেশের গত ৪৭ বছরের ইতিহাসে, আমি বলতে পারি যে, এবারের নির্বাচন সংঘাতহীন হয়েছে৷’’
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নির্বাচনি সহিংসতায় বাংলাদেশে ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র সোহেল রানা৷ এর মধ্যে সাতজন শাসক দল ও পাঁচজন বিরোধী জোটের সদস্য বলেও জানান তিনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)