কারাগারে মৃত্যু হলো বন্দি লেখক মুশতাকের
২৫ ফেব্রুয়ারি ২০২১বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সেখানকার জ্যেষ্ঠ জেল সুপার মো. গিয়াস উদ্দিন৷ ৫৩ বছর বয়সি মুশতাকের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম৷
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কারা কর্মকর্তা গিয়াস বলেন, ‘‘রাত ৮টা ২০ মিনিটের দিকে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন৷ দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেলে নেয়া হলে ডাক্তার মৃত বলে জানান৷''
মুশতাক আহমেদ অনলাইনে লেখালেখি করতেন৷ সম্প্রতি এসব লেখার কারণে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পড়েন৷
গেল বছর ৬ মে র্যাব তাকে ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গ্রেপ্তার করে৷
পরদিন ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়৷
পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়, কার্টুনিস্ট কিশোর তার ‘আমি কিশোর’ নামের ফেসবুক অ্যাকাউন্টে করোনা ভাইরাস পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে বিভিন্ন সমালোচনামূলক কার্টুন-পোস্টার পোস্ট করতেন৷ আর মুশতাক তার ফেসবুক অ্যাকাউন্টে কিশোরের সেসব পোস্টের কয়েকটি শেয়ার করেন৷
র্যাব-৩-এর ডিএডি আবু বকর সিদ্দিকের করা এই মামলায় রাষ্ট্রচিন্তার সংগঠন দিদারুল ভূইয়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানকেও গ্রেপ্তার করা হয়েছিল৷ পরে এ দুজন জামিনে মুক্তি পান৷
তবে মুশতাক ও কিশোরের পক্ষে বেশ কয়েকবার জামিনের আবেদন করা হলেও তা আদালতে নামঞ্জুর হয়৷
মুশতাককে গ্রেপ্তারের পর পাঠানো হয়েছিল ঢাকার কেন্দ্রীয় কারাগারে; সেখানে থেকে ওই বছরের ২৪ আগস্ট তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়৷ সেখানেই তার মৃত্যু হলো৷
জেডএ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম)