কারাটে শিখে বখাটেদের মোকাবিলা করছে মেয়েরা
২ নভেম্বর ২০১০সভ্যতার উপর কলঙ্ক বললেও হয়তো এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট বিরক্তি প্রকাশ করা সম্ভব নয়৷ দলবদ্ধ কিছু তরুণ নিজেদের তথাকথিত পৌরুষ দেখাতে যখন কিশোরী ও তরুণীদের নানাভাবে উত্ত্যক্ত করে এবং প্রায়ই যখন তা সহ্যশক্তির সীমা ছাড়িয়ে যায় তখন লজ্জায়, হতাশায় দিশাহারা হয়ে উঠতে পারে সেই নারীরা, যারা এই অপরাধের শিকার হন৷ এখন করণীয় কী? নিজেদের একেবারে গুটিয়ে নিয়ে বাড়িতে বসে থাকা?
আশার কথা, টাঙ্গাইল প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা অভিনব এক পথ খুঁজে পেয়েছেন৷ জেলা-প্রশাসক বজলুল করিম মনে করেন, জাপানি মার্শাল আর্ট শিখে নারীরা আত্মরক্ষা করতে পারবেন৷ স্থানীয় পুলিশ প্রধান মিজানুর রহমান বলেছেন, নারীদের শক্তিশালী হতে হবে, যাতে তারা নিজেরাই ইভ-টিজিং রুখতে পারেন৷ পুলিশ অবশ্য সেইসঙ্গে এই সমস্যার মোকাবিলা করতে ২৪ ঘন্টার এক বিশেষ হটলাইন এসএমএস নম্বরও চালু করেছে৷
প্রশাসনের এই অভিনব উদ্যোগে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে৷ ছাত্রী এবং তাদের অভিবাভকরা এই সুযোগের সদ্ব্যবহার করার আগ্রহ দেখাচ্ছেন৷ অতএব বখাটেরা এবার সাবধান!
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক