1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভিন্নধরনের সাইকেল

টিনা ক্রেমার / জেডএইচ২১ সেপ্টেম্বর ২০১৩

নিমরোদ এলমিশ যখন তাঁর আকাশি নীল রংয়ের সাইকেলটি নিয়ে তেল আভিভের পুরনো বন্দর এলাকায় ঘোরাঘুরি করেন, তখন আশেপাশের লোকজন অবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকেন৷ কারণ সাইকেলটা দেখতে-শুনতে বেশ অন্যরকম৷

https://p.dw.com/p/19lCe
Bildbeschreibung: Israeli developed a bike made oui of card board.
ছবি: Cardboardtech

এক মহিলার প্রশ্নের উত্তরে এলমিশ জানান যে, সাইকেলটা আসলে কার্ডবোর্ড, প্লাস্টিক আর রাবার দিয়ে তৈরি – যার সবগুলোই রিসাইকল করা৷ তিনি ইসরায়েলের কার্ডবোর্ড টেকনোলজিস কোম্পানির প্রধান নির্বাহী৷ এলমিশ বলেন, ‘‘আমাদের আইডিয়াটা হচ্ছে ময়লা-আবর্জনা থেকে কার্ডবোর্ড, প্লাস্টিক বোতল ও রাবার সংগ্রহ করা এবং সেগুলো দিয়ে কোনো কিছু বানানো৷ কেননা আবর্জনা মানুষের কোনো কাজে লাগে না৷ আমরা প্রথমেই সাইকেল তৈরি করেছি৷ কারণ এটা অত্যন্ত কঠিন৷''

এভাবেই কার্ডবোর্ড টেকনোলজিস কোম্পানি সাইকেলের বাজারে একটা পরিবর্তন আনতে চায়৷ বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে, কারণ উপকরণের খরচ মাত্র ৮ ইউরো বা ৮০০ টাকার মতো৷

কার্ডবোর্ড দিয়ে অবকাঠামো তৈরি হয়৷ আর চাকাতে ব্যবহৃত হয় পুরনো টায়ার৷ এছাড়া বেয়ারিং তৈরি হয় প্লাস্টিক বোতল দিয়ে৷ এরপর এমনভাবে রং লাগানো হয় যেন পানি বা আগুন সাইকেলের ক্ষতি করতে না পারে৷

এলমিশ বলেন, ‘‘মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন নীতি অনুসরণ করবো৷ পশ্চিমা বিশ্বে আমরা সাইকেলটা বিক্রি করবো, যেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে সেটা বিনামূল্যে দিতে পারি৷ সমাজের জন্য এটাই আমাদের কোম্পানির স্বপ্ন৷''

সাইকেলটি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে৷ সেটি দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত কিনা, সাইকেলে একবার বসলে সেই সন্দেহ দূর হয়ে যাবে৷ এর অনুরাগীরা শুধু তেল আভিভ-এই সীমাবদ্ধ নেই৷ দাম রাখা হচ্ছে ৮০ ইউরো বা আট হাজার টাকা৷