1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
লাইভ

কাল শপথ অন্তর্বর্তীকালীন সরকারের

প্রকাশিত ৭ আগস্ট ২০২৪শেষ আপডেট ৭ আগস্ট ২০২৪

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ দেশবাসীকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের৷

https://p.dw.com/p/4jBwC
ড. মুহাম্মদ ইউনূস
নির্বাচনের রোডম্যাপ করার প্রয়োজনীয়তার কথা বলেন ড. মুহাম্মদ ইউনূসছবি: Raphael Lafargue/abaca/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনারা যা জানা দরকার

আপনারা যা জানা দরকার

গণআন্দোলনের মুখে ৫ জুলাই পদত্যাগ করেন শেখ হাসিনা

৬ জুলাই দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন

ড. মুহাম্মদ ইউনূসকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেয়া হয়

৭ জুলাই দুপুর ২টা ১০ মিনিটে দেশে ফিরবেন ইউনূস, রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ

দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত, সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো
 

স্কিপ নেক্সট সেকশন পুলিশের ভূমিকার জন্য নতুন আইজিপির দুঃখ প্রকাশ
৭ আগস্ট ২০২৪

পুলিশের ভূমিকার জন্য নতুন আইজিপির দুঃখ প্রকাশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ ঘিরে পুলিশের ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো৷ এই আন্দোলন ঘিরে সংঘর্ষ–সহিংসতায় যেসব ছাত্র, সাধারণ মানুষ ও পুলিশ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। আইজিপি বলেছেন, ‘‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে ও হাইওয়ে থানার কর্মকর্তা ও ফোর্সকে নিজ নিজ পুলিশ লাইনসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’’

জেডএ/আরআর

https://p.dw.com/p/4jD8v
স্কিপ নেক্সট সেকশন প্যারিস থেকে দেশের পথে ইউনূস
৭ আগস্ট ২০২৪

প্যারিস থেকে দেশের পথে ইউনূস

বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে  রওনা হয়েছেন৷ দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে (EK-582) তিনি ঢাকা পৌঁছাবেন৷ ঢাকা সময় বৃহস্পতিবার দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাচ্ছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস৷

https://p.dw.com/p/4jCzu
স্কিপ নেক্সট সেকশন উপড়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য
৭ আগস্ট ২০২৪

উপড়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য

ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্য
এক দল লোক রশি বেঁধে টেনে ভাস্কর্যটি ফেলে দিয়েছেছবি: Getty Images/AFP

বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো প্রতিবেদন করেছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যটি ভাঙচুরের পর উপড়ে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এক দল লোক রশি বেঁধে টেনে ভাস্কর্যটি ফেলে দেয়।

এর আগে মঙ্গলবার সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভাঙা অবস্থায় দেখা যায়।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, গ্রিক দেবী থেমিসের আদলে ন্যায়বিচারের প্রতীক হিসেবে গড়ে তোলা ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। তবে কে বা কারা এটি করেছেন, তা জানা নেই।

এর আগে, ২০১৬ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় প্রথমে ভাস্কর্যটি বসানো হয়৷ হেফাজতসহ কয়েকটি ইসলামি সংগঠনের দাবির মুখে ২০১৭ সালের মে মাসে এটি সরিয়ে বর্ধিত ভবনের সামনে স্থাপন করা হয়৷

জেডএ/আরআর

https://p.dw.com/p/4jCyb
স্কিপ নেক্সট সেকশন কাল শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান
৭ আগস্ট ২০২৪

কাল শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান

জেনারেল ওয়াকার-উজ-জামান
সেনাসদরে সংবাদ সম্মেলনে সেনাপ্রধান বলেন, বৃহস্পতিবার রাত আটটার দিকে হতে পারে অন্তবর্তীকালীন সরকারের শপথ গ্রহণছবি: DW

বৃহস্পতিবার রাত ৮টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান৷ 

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী সব ধরনের সহায়তা করবে৷

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-এক জন বেশিও হতে পারে। আজ বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

জেডএ/এফএফ

https://p.dw.com/p/4jCpA
স্কিপ নেক্সট সেকশন শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূস
৭ আগস্ট ২০২৪

শ্রম আইন লঙ্ঘনের মামলায় খালাস পেলেন ড. ইউনূস

সাংবাদিকদের সামনে ইউনূস
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস গত ২৩ মে শ্রম আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন ছবি: Munir uz Zaman/AFP/Getty Images

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল বলে জানিয়েছে দ্য ডেইলি স্টার পত্রিকা৷ 

তারা জানিয়েছে, বুধবার বিকেলে শুনানি শেষে বিচারক এম এ আউয়াল এই রায় দিয়েছেন৷

এর আগে গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনুস ও এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন৷

https://p.dw.com/p/4jCgz
স্কিপ নেক্সট সেকশন কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছেন অনেক বন্দি
৭ আগস্ট ২০২৪

কুষ্টিয়া কারাগার থেকে পালিয়েছেন অনেক বন্দি

বাংলাদেশের পত্রপত্রিকাগুলোর খবর অনুযায়ী, কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্রোহ, মূল ফটক ভেঙে পালিয়ে গেছেন ৪০ থেকে ৫০ জন বন্দি। তবে কারারক্ষীরা গুলি ছোড়ার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনো অস্ত্র বা অন্য কিছু লুটের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দৈনিক প্রথম আলো। জেল সুপারের কার্যালয়ের একটি সূত্র পত্রিকাটিকে খবর নিশ্চিত করেছে৷ 

জেলা প্রশাসক এহেতেশাম রেজা প্রথম আলোকে বলেন, সেনাবাহিনী কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছে৷ 

জেডএ/এপিবি

https://p.dw.com/p/4jCXZ
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই: ডিজিএফআই
৭ আগস্ট ২০২৪

ঢাকায় আমাদের হাতে কেউ আটক নেই: ডিজিএফআই

দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে শিরিন হকের নেতৃত্বে মানবাধিকারকর্মীদের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে ডিরেকটরেট জেনারেল অব ফোর্সেস ইনটেলিজেন্স (ডিজিএফআই) সদরদপ্তরে যায়৷

ডিজিএফআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শিরিন হক ভুক্তভোগী পরিবারের সদস্যদের বলেন, 'ডিজিআইএফ জানিয়েছে ঢাকায় এই মুহূর্তে তাদের হাতে কেউ আটক নেই। তারা আমাদেরকে বিষয়টি খতিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন৷'

তারা আরো জানিয়েছে, তারা যৌথ কমিশন গঠন করে খতিয়ে দেখবেন দেশের অন্যান্য জায়গায় সেনার হাতে কেউ গুম হয়ে আছেন কি না৷

পত্রিকাটি বলছে, ডিজিআইএফের বক্তব্যে ভুক্তভোগী পরিবাররা সন্তুষ্ট নন৷ বুধবার দুপুর দেড়টায় তাদেরকে ডিজিএফআইয়ের সদরদপ্তরের সামনে বিক্ষোভ করতে দেখা যায়।

গতকাল ডিজিএফআই জানায়, গুম হওয়া ব্যক্তিদের মধ্যে যাদের নির্যাতনের স্থান হিসেবে পরিচিত 'আয়নাঘরে' রাখা হয়েছিল তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বুধবার জানানো হবে৷

জেডএ/এপিবি

https://p.dw.com/p/4jCTZ
স্কিপ নেক্সট সেকশন পদ ছাড়তে বাধ্য হলেন তিন ডেপুটি গভর্নর
৭ আগস্ট ২০২৪

পদ ছাড়তে বাধ্য হলেন তিন ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের ছবি
বিক্ষোভের মুখে অফিস ছাড়েন বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বিক্ষোভের মুখে অফিস ছাড়েন বাংলাদেশ ব্যাংকের তিন ডেপুটি গভর্নরসহ পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তা৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারের খবর অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের শতাধিক কর্মকর্তা গভর্নর অফিসে ঢুকে ডেপুটি গভর্নরদের অফিস ছাড়তে বাধ্য করেছেন৷

পত্রিকাটি বলছে, বিক্ষোভের মুখে ডেপুটি গভর্নর কাজী ছায়েদুর রহমান পদত্যাগ করেন এবং দুই ডেপুটি গভর্নর হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম পদত্যাগের সিদ্ধান্ত নেন৷ ব্যাংকিং উপদেষ্টা মো. আবু ফরাহ নাসেরও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন৷

বুধবার রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে চুক্তিভিত্তিক দায়িত্বরত কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। গভর্নর, ডেপুটি গভর্নর ও ব্যাংকিং উপদেষ্টা চুক্তিতে নিয়োগ করা হয়৷

এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার দ্বিতীয় দিনের মতো অফিসে আসেননি৷

জেডএ/এপিবি

https://p.dw.com/p/4jCGu
স্কিপ নেক্সট সেকশন বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন ড. ইউনূস
৭ আগস্ট ২০২৪

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন ড. ইউনূস

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ইউনূস সেন্টারে জানিয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটস ফ্লাইট (EK-582) যোগে ঢাকা সময় দুপুর ২:১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় পৌঁছাবেন।

এর আগে ফ্রান্সের প্যারিসে হালকা চিকিৎসা গ্রহণ করে দেশে ফেরত আসার কথা জানিয়েছিলেন তিনি৷ 

এদিকে, ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে ৮৪ বছর বয়সী ইউনূস বলেন, ‘‘সরকারের ওপর আস্থা ফিরিয়ে আনা জরুরি৷’’ 

তিনি আরো বলেন, ‘‘আমাদের শান্ত থাকতে হবে৷ নতুন নির্বাচনের একটি রোডম্যাপ তৈরি এবং নতুন নেতৃত্বের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার৷’’ 

ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। 

জেডএ/এপিবি

https://p.dw.com/p/4jByj