1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ, নিহত হিজবুল সদস্য

৮ আগস্ট ২০২৩

কাশ্মীরের পুঞ্চ সেক্টরে থার্মাল ক্যামেরায় অনুপ্রবেশের ছবি ধরা পড়ে বলে সেনা জানিয়েছে। তারপরেই গুলির লড়াই শুরু হয়।

https://p.dw.com/p/4UsrF
কাশ্মীরে সেনা-হিজবুল গুলির লড়াই
প্রতীকী ছবিছবি: Nazim Ali Khan/NurPhoto/picture alliance

ভারতীয় সেনার তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে পুঞ্চ সেক্টরে ভারত-কাশ্মীর সীমান্তে গভীর জঙ্গলের ভিতর দিয়ে দুই ব্যক্তি ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। খালি চোখে এই ঘটনা দেখতে পাওয়া প্রায় অসম্ভব। থার্মাল ক্যামেরার সাহায্যে ওই দৃশ্য ধরা পড়েছে বলে সেনার তরফে দাবি করা হয়েছে।

সেনা জানিয়েছে, যে দুই ব্যক্তি সীমান্ত পার করে ভারতে ঢোকার চেষ্টা করছিল, তারা দুইজনেই হিজবুল মুজাহিদিনের সদস্য। ক্যামেরায় তাদের দেখতে পাওয়ার পর সেনার সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়। তাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত হিজবুল সদস্য একজন কম্যান্ডার বলে জানিয়েছে সেনা। তার নাম মুনির হুসেন। পুঞ্চেই তার বাড়ি। ১৯৯৩ সালে মুনির পাকিস্তানের কাশ্মীরে গিয়েছিল অস্ত্র প্রশিক্ষণ নিতে। ১৯৯৬ সালে সে ফিরে আসে। ১৯৯৮ সালে সে আবার পাকিস্তানে চলে যায় বলে ভারতীয় সেনার দাবি করেছে।

হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতার সঙ্গে মুনিরের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল বলে সেনা জানিয়েছে। সোমবার সকালে পুঞ্চে আসার আগে ইসলামাবাদে হিজবুলের গুরুত্ব বৈঠক হয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে। ওই বৈঠকের পরেই মুনির ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে মনে করা হচ্ছে। মুনিরের বিরুদ্ধে একাধিক বিস্ফোরণ এবং সন্ত্রাসী হামলার অভিযোগ আছে ভারতে।

মুনিরের সঙ্গে আর যে ব্যক্তিকে ক্যামেরায় দেখা গেছিল, তার বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য সেনার তরফে দেওয়া হয়নি।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টর বরাবরই গুরুত্বপূর্ণ সীমান্ত। এই সীমান্ত দিয়ে এর আগেও অনুপ্রবেশ হয়েছে বলে সেনার অভিযোগ। সীমান্তের গভীর জঙ্গলে এর আগেও অনুপ্রবেশকারীদের সঙ্গে সেনার তীব্র গুলির লড়াই হয়েছে।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)