কাসাভা দিয়ে পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ তৈরি
২ মে ২০২৩এ বিষয়ে গবেষণা অনেক এগিয়েছে৷ নাইজেরিয়ার লাগোস বিশ্ববিদ্যালয়ের একটি প্যাভেলিয়ন কাসাভা কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে৷
গবেষক ভলফ্রাম শ্মিড্ট কাসাভাকে সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহার করতে চান এবং এটি দিয়ে উচ্চমানের কংক্রিট তৈরি করতে চান৷
এশিয়া, আফ্রিকা ও সাউথ অ্যামেরিকার অনেক দেশে কাসাভা জন্মে৷ তবে কাসাভার খোসা বিষাক্ত৷ যখন পচে যায় তখন এটি সমস্যা তৈরি করতে পারে৷
শ্মিড্ট কাসাভার খোসার ছাই ও পানি দিয়ে একধরনের সিমেন্ট তৈরি করেন৷ এরপর এরসঙ্গে বালি মিশিয়ে কংক্রিট তৈরি করেন৷ শ্মিড্টের তৈরি কংক্রিটে সামান্য সিমেন্ট থাকে, তবে কাসাভার খোসার ছাইও থাকে৷ আরো থাকে বালি ও নুড়ি৷
শ্মিড্ট কাসাভার খোসাকে পুড়িয়ে পরে প্রায় ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার চুল্লিতে ঢোকান৷ এর ফলে খোসার মধ্যে থাকা সিলিকন ডাইঅক্সাইড বের হয় যা শ্মিড্টের কংক্রিটের জন্য গুরুত্বপূর্ণ৷
ভলফ্রাম শ্মিড্ট বলেন, ‘‘সিয়েরা লিয়ন ও ঘানার মতো যেসব দেশে কাসাভা বেশি জন্মে সেখানে পরিষ্কার কাজেও এটি ব্যবহার করা হয়৷ বিশ্বে সবচেয়ে বেশি কাসাভা রপ্তানি করে থাইল্যান্ড৷ ব্রাজিলেও অনেক কাসাভা জন্মে৷ সেখানে কাসাভাকে ইওকা বা মান্ডিওকা বলা হয়৷ সেখানে খাওয়ার পরও অনেক কাসাভা থেকে যায়৷ সেগুলো সিমেন্ট তৈরির কাজে লাগানো যেতে পারে৷''
ভলফ্রাম শ্মিড্টের সহকর্মীরা ইতিমধ্যে নাইজেরিয়ায় কাসাভা ছাই নিয়ে পরীক্ষানিরীক্ষা শুরু করেছেন৷ প্রযুক্তিটা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও কার্যকরী৷
সাধারণ ওভেন দিয়ে ছাই তৈরি করা হয়৷ সিমেন্টের এই বিকল্প ইতিমধ্যে অনেক পরিমাণে উৎপাদন করা হচ্ছে৷
শ্মিড্ট বলেন, ‘‘গুরুত্বপূর্ণ হচ্ছে, বাতাসের বুদবুদ যেন আটকে না থেকে বের হয়ে যায়৷ কারণ তা না হলে এটা কংক্রিটের শক্তি কমিয়ে দেবে৷''
কাসাভা কংক্রিটে সিমেন্টের পরিমাণ অর্ধেক হওয়ার মানে কম কার্বন ডাই-অক্সাইড নির্গমন৷
নাইজেরিয়ার লাগস বিশ্ববিদ্যালয়ের একটি প্যাভেলিয়ন কাসাভা কংক্রিট দিয়ে তৈরি -- নির্মাণ উপকরণের এক নতুন পরিবেশবান্ধব বিকল্প৷
সুসানে ডেলঙে/জেডএইচ