কিংস স্পিচ-এর জয়জয়কার বাফটায়
১৪ ফেব্রুয়ারি ২০১১কলিন ফার্থ সেরা অভিনেতা৷ সেই ছবিই আবার সেরা ছবি৷ ছবি আসলে এক তোতলা রাজার গপ্পো৷ এবারের বাফটা অ্যাওয়ার্ডের আসরে সেই তোতলা রাজার গপ্পো বা কিংস স্পিচ-এরই যাকে বলে দারুণ জয়জয়কার৷
আরও আছে এবারের অ্যাওয়ার্ডের তালিকায়৷ কী রকম? সেরা চোখে পড়ার মত ব্রিটিশ ফিল্ম- কিংস স্পিচ৷ সেরা স্কোর বা সেরা সংগীত এবং সেরা মৌলিক চিত্রনাট্যের পুরষ্কার৷ তার মানে মোট কটা হল? বাফটার হিসেব বলছে সাতটা৷
এই সাতটার মধ্যে সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জিতেছেন কিংস স্পিচ-এর নায়িকা কুইন এলিজাবেথের ভূমিকা অভিনেত্রী বনহাম কার্টার৷ কার্টারের ভাষায়, ‘আমার বিশ্বাসই হয়নি যে আমার নাম ঘোষণা করা হয়েছে৷'
লাল কার্পেটে যখন এমা ওয়াটসন বা অন্যান্য তারকাদের সঙ্গে হাঁটছিলেন, তখন কিন্তু পরপর দুই বছর সেরা অভিনেতার অ্যাওয়ার্ড জেতা, সদ্য পঞ্চাশে পা দেওয়া কলিন ফার্থকে ততটা আত্মবিশ্বাসী দেখায় নি৷ কিন্তু গতবারের পর এবারেও সেরা তারকার অ্যাওয়ার্ডে তাঁর নামটি ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন টানটান চেহারা নিয়ে৷ মঞ্চে দাঁড়িয়ে সামান্য চোখ মটকে বললেন, ‘এই মঞ্চে উঠতে আমার বেশ ভালোই লাগে৷'
মানে হল, আরে এটা আমারই জায়গা৷ তোতলা রাজা পঞ্চম জর্জের ভূমিকায় কলিন দুরন্ত অভিনয় করেছেন৷ বলছে সমালোচক মহল৷ সুতরাং পুরষ্কারটা কলিনেরই প্রাপ্য৷
প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা : হোসাইন আব্দুল হাই