কিউবান অভিবাসীদের কারণে ফ্লোরিডার জাতীয় উদ্যান বন্ধ
৩ জানুয়ারি ২০২৩কয়েকটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ড্রাই টরটুগাস জাতীয় উদ্যান ফ্লোরিডার কি ওয়েস্ট থেকে ৭০ মাইল পশ্চিমে। কিউবার রাজধানী হাভানা থেকে এটি ১০০ মাইল দূরে উবস্থিত। কিউবা থেকে ক্রমবর্ধমানহারে অভিবাসী নৌকায় এসে এই উদ্যান পৌঁছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনে আগত প্রায় ৩০০ জন অভিবাসীদের কি ওয়েস্টে পাঠানোর পূর্বে আইন প্রয়োগকারী ও চিকিৎসা কর্মীরা তাদের পরিচর্যা, মূল্যায়ন ও সমন্বয় করছে। ফলে এই পার্কে জনসাধারণের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।"
এক বিবৃতিতে বলা হয়, আসার পর অভিবাসীরা প্রথমে খাদ্য, পানি ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে সেখানে রাখে হয় যতক্ষণ না ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা এসে তাদের দায়িত্ব নেয়।
"অন্যান্য জায়গার মত সম্প্রতি এই পার্কের অভিবাসীদের সংখ্যা গ্রমাগত বৃদ্ধি পায়। তারা সেখানে অবস্থান করছে। এ কারণে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটা বধ থাকবে,” বিবৃতিতে উল্লেখ করা হয়।
মনরো কাউন্টির শেরিফ রিক রামসে অভিবাসীদের প্রতি ফেডারেল সরকারের নেয়া পদক্ষেপের সমালোচনা করে উদ্ভূত পরিস্থিতিকে "সংকট" হিসাবে বর্ণনা করেছেন।
"ফেডারেল সরকারের কাজে যে পরিকল্পনার অভাব আছে এটা সেটাই প্রমাণ করে। কারণ বড় রকমের অভিবাসন সমস্যা মোকাবেলা করতে হবে তা প্রত্যাশিত ছিল,” এক বিবৃতিতে বলেন তিনি।
কিউবা থেকে কেন এত মানুষ আসছে
২০২২ অর্থবছরে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে রেকর্ড সংখ্যক দুই লাখ ২০ হাজার কিউবান নাগরিক ধরা পড়েছে।
লাতিন আমেরিকার দেশটিতে ১৯৯০ দশকের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট পড়েছে। সেখানে খাদ্য সংকট ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতে অনেক কিউবান দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছে। এ কারণে এত সংখ্যক অভিবাসীদের আগমন ঘটেছে যুক্তরাষ্ট্রে।
বিপজ্জনক নৌকা যাত্রা করে হাজার হাজার কিউবান ফ্লোরিডায় পৌঁছালে আগতদের মার্কিন কোস্ট গার্ড বাধা দেয়। এর পর কর্তৃপক্ষ তাদের আটক করে। ২০২২ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত কর্তৃপক্ষ তিন হাজার ৭০০ এর বেশি কিউবান নাগরিককে আটক করেছে।
দক্ষিণ ফ্লোরিডা ও কি ওয়েস্টে টহলরত মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ডের কর্মীরা জানিয়েছে, গত এক দশকের মধ্যে নৌকায় করে আসা সবচেয়ে বড় সংখ্যক অভিবাসীদের মোকাবেলা করছেন তারা।
একেএ (এএফপি, এপি)