কিম জং উনের রহস্যময়ী বোন সম্পর্কে যা জানেন না
উত্তর কোরিয়ার শীর্ষ পরিষদের বিকল্প সদস্য হয়েছেন কিম জং উনের বোন কিম ইয়ো জং৷ দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদের সদস্য হলেন উত্তর কোরিয়ার নেতার বোন৷ জং উনের এই রহস্যময়ী বোন সম্পর্কে কতটা জানেন আপনি?
বোনদের ধারাবাহিকতা
দেশটির প্রয়াত নেতা কিম জং ইল ক্ষমতায় থাকাকালীন নিজের বোন কিম কিয়ং হি কে এই পদে অভিষিক্ত করেছিলেন৷ আর জং উনের বোন কিম ইয়ো-জং তার ফুপুর স্থলাভিষিক্ত হয়ে দেশটির ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিকল্প সদস্য হলেন৷ তাঁর ফুফুরও বেশ প্রভাব ছিল পলিটব্যুরোতে৷
পরিবারের কনিষ্ঠ সদস্য
কিম জং ইল এর সাত সন্তানের মধ্যে ইয়ো জং কনিষ্ঠ এবং জং উনের ছোট বোন৷
পড়ালেখা
কিম ইয়ো জং এর পড়ালেখার শুরু বাড়িতে থেকে৷ পরে ভাই জং উনের সঙ্গে সুইজারল্যান্ডের রাজধানী বার্নের কাছে একটি স্কুলে পড়ালেখা করেছেন৷ এরপর উত্তর কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন তিনি৷ এর অল্প কিছুদিন পর পশ্চিম ইউরোপে গিয়ে কয়েকটি কোর্স করেন৷
রাজনীতিতে প্রথম অংশগ্রহণ
কিম ইয়ো জংকে প্রথম দেখা যায় ২০১০ সালে ওয়ার্কার্স পার্টির তৃতীয় সম্মেলনে৷ সেখানে তাঁকে বাবার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল৷
২০১২ সাল থেকে গুরুত্বপূর্ণ পদে
২০১২ সালে জাতীয় প্রতিরক্ষা কমিশনের অধীনে কিম জং উনের সফরের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তিনি৷ ২০১৪ সালের অক্টোবরে কিম জং উনের চিকিৎসা চলাকালীন রাষ্ট্রক্ষমতা তাঁর হাতে ছিল বলে জানা যায়৷ একই বছরের নভেম্বরে ইয়ো জংকে ওয়ার্কার্স পার্টির প্রচারণা ও আন্দোলন বিভাগের উপ-পরিচালক পদে দায়িত্ব দেওয়া হয়৷
কালো তালিকাভুক্ত
২০১৭ সালের জানুয়ারিতে উত্তর কোরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৮ বছর বয়সি ইয়োকে উত্তর কোরিয়ার আরও কয়েকজন কর্মকর্তাসহ কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র৷