কিয়েভের স্মৃতিস্তম্ভ থেকে সোভিয়েত প্রতীক সরানো হলো
রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সোভিয়েত ইউনিয়নের প্রতীকগুলো মুছে ফেলা শুরু করে ইউক্রেন৷ তারই অংশ হিসেবে মঙ্গলবার কিয়েভের এক স্মৃতিস্তম্ভ থেকে হাতুড়ি আর কাস্তে নামিয়ে ফেলা হয়৷
স্মৃতিস্তম্ভ
ইউক্রেনের রাজধানী কিয়েভে এই স্মৃতিস্তম্ভ অবস্থিত৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস তুলে ধরা একটি মিউজিয়ামের অংশ এটি৷ ৬২ মিটার উঁচু ইস্পাতের তৈরি এই মনুমেন্টের নাম ‘ফাদারল্যান্ড মাদার’৷ ১৯৮১ সালে এটি নির্মাণ করা হয়৷
সোভিয়েত প্রতীক
মনুমেন্টের একটি অংশ ঢাল৷ তার মাঝে ছিল হাতুড়ি আর কাস্তের ছবি, যা সোভিয়েত ইউনিয়নের প্রতীক৷ মঙ্গলবার সেগুলো খুলে ফেলা হয়েছে৷
কর্মসূচির অংশ
গতবছর রাশিয়া ইউক্রেনে হামলা করার পর সোভিয়েত ইউনিয়নের প্রতীকগুলো মুছে ফেলা শুরু হয়৷ হাতুড়ি আর কাস্তে নামিয়ে ফেলা তারই অংশ৷
বসবে ত্রিশূল
হাতুড়ি আর কাস্তের জায়গায় ত্রিশূল বসানো হবে৷ ২৩ আগস্ট পতাকা দিবস ও ২৪ আগস্ট স্বাধীনতা দিবসের আগেই এটি বসে যাওয়ার কথা৷
নতুন নাম
মনুমেন্টের বর্তমান নাম ‘ফাদারল্যান্ড মাদার’ এর বদলে ‘মাদার ইউক্রেন’ করার দাবি উঠেছে৷ তবে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি৷
খরচ
হাতুড়ি আর কাস্তের জায়গায় ত্রিশূল বসাতে প্রায় সাড়ে সাত লাখ ডলার খরচ হচ্ছে৷ তবে দান ও স্পন্সর থেকে পুরো টাকা আসবে বলে সরকারি কর্মকর্তারা দাবি করেছেন৷ যুদ্ধকালীন সময়ে বিভিন্ন আর্ট প্রজেক্টের পেছনে খরচের জন্য সমালোচনার মুখে গতমাসে পদত্যাগ করেন দেশটিক আর্টমন্ত্রী৷ তবে গতবছর করা এক জরিপে জানা যায়, ৮৫ ভাগ ইউক্রেনীয় হাতুড়ি আর কাস্তে সরানোর পক্ষে ছিলেন৷