কুকুরের কাণ্ড
২০ সেপ্টেম্বর ২০১৭সম্প্রতি টিওয়াইসি স্পোর্টস টুইটারে এই ভিডিও প্রকাশ করে৷ ভিডিওতে দেখা যায়, ফুটবলারদের চেয়ে কোনো অংশে কম যায়নি সেই কুকুর৷ যেটুকু সময় মাঠে ছিল, দারুণ দক্ষতা দেখিয়েছে সে৷ এক পর্যায়ে অবশ্য খেলোয়াড়রা এগিয়ে গিয়ে বল ধরলে সে তা ছেড়ে দেয়৷ তবে সীমানার বাইরে গিয়ে আবারো বলের দেখা পেয়ে ঝাঁপিয়ে পড়ে পাকা খেলোয়াড়ের মতো৷
কুকুরের এই আগমনে স্বাভাবিকভাবেই খেলা থামাতে হয়৷ তবে এই বিরতিতে কেউ মনক্ষুণ্ণ হয়েছে বলে মনে হয়নি৷ বরং খেলোয়াড়দের হাসতে দেখা গেছে৷ খেলার মধ্যে অপ্রত্যাশিত এই বিরতি তারা বেশ উপভোগই করেছেন বলে মনে হয়েছে৷
১৮ তারিখ টুইটারে প্রকাশ করা টিওয়াইসি স্পোর্টসের এই ভিডিওটিতে এখন পর্যন্ত ১৬ হাজারের বেশি ‘লাইক’ পড়েছে, আর রিটুইট হয়েছে নয় হাজার বারের বেশি৷
কুকুরের কাণ্ডকিন্তু এখানেই থামেনি৷ স্থানীয় এক টেলিভিশন চ্যানেল ম্যাচের পরে কুকুরটির সামনে প্রতিক্রিয়া জানার ছলে মাইক্রোফোন ধরলে আবারও এগিয়ে যায় সে এবং টেলিভিশনকে ‘বাইট’ দেয়৷
এএম/এসিবি