কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার কিছুটা উন্নতি
১৬ ফেব্রুয়ারি ২০২৩টরন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও নাঈমা সুলতানার ছেলে নিবিড় কানাডার এসটি মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷কানাডার স্থানীয় সময় মঙ্গলবার নিবিড়ের একটি অস্ত্রোপচার হয়েছে৷
কুমার বিশ্বজিৎ এবং তার স্ত্রী কানাডায় এসে সরাসরি হাসপাতালের আইসিইউতে যান তাদের একমাত্র ছেলেকে দেখার জন্য৷এরপর তাদের সন্তানকে দেখানো হয়৷তাদের সন্তানকে দেখার পর তারা বিমর্ষ হয়ে পড়েন৷
চিকিৎসকেরা জানান, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন নিবিড়ের সুচিকিৎসার জন্য৷তাকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে একাধিক সার্জারির প্রয়োজন হতে পারে৷এজন্য ক্যামেরা দিয়ে নিবিড়ের শরীরের বিভিন্ন স্থান দেখে সার্জারির সিদ্ধান্ত নেওয়া হবে৷
তারা জানান, দুর্ঘটনায় তার মাথা এবং চোখের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে৷এছাড়া বুকের পাঁজরেও আঘাত পেয়েছেন৷শরীরের আরও কোথাও আঘাত রয়েছে কি না মূলত সেটা দেখার জন্যই ক্যামেরা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করা হবে৷
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিবিড় কুমার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও একই দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন৷স্থানীয় সময় গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে৷এ সময় নিবিড় চালকের আসনে ছিলেন৷
নিহতরা হলেন শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত৷তাদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে৷
জানা যায়, ইতোমধ্যে অ্যাঞ্জেলা বাড়ৈর বাবা মেয়ের মরদেহ নিতে কানাডা আসছেন৷পুলিশও তার ছাড়পত্র দিয়ে দিয়েছে৷টরন্টোর বাংলাদেশ কনসাল অফিস ডেথ সার্টিফিকেট ইস্যু করার পর শুরু হবে তার স্বদেশ যাত্রা৷
একেএ/কেএম (সমকাল)