কৃষ্ণাঙ্গদের কাছে স্বপ্নের নির্বাচন
৫ নভেম্বর ২০০৮অথচ ভোটের লাইনে দাঁড়িয়েও অনেক কৃষ্ণাঙ্গ ভোটারই বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কালো কোন প্রার্থীকে ভোট দিতে পারবেন এটা তারা ভাবেন নি৷ তাই এটা তাদের কাছে স্বপ্নের মতো৷ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জনগণের ভোটের পাশাপাশি ইলেক্টোরাল কলেজের ভোটেও প্রয়োজনের চেয়ে অনেক বেশি ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন ওবামা৷ গোটা যুক্তরাষ্ট্রেই বইছে আনন্দের বন্যা৷ চলছে ওবামা সমর্থকদের বিজয়োল্লাস৷
মহাকাশেও উন্মাদনা
ভোট নিয়ে এতটাই উন্মাদনা যে, পৃথিবীর গন্ডি ছাড়িয়ে মহাকাশেও আলোড়ন উঠেছে৷ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ইলেক্ট্রোনিক ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন নাসার দুই বিজ্ঞানী৷
কেন এই নির্বাচন ঐতিহাসিক ?
নানা কারণেই এবারের নির্বাচন ভিন্ন মাত্রা পেয়েছে৷ প্রথমত, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবারই ওবামাই প্রথম কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত প্রার্থী৷ তার উপর এ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো কনিষ্ঠ প্রার্থীদের মধ্যে একজন ৪৭ বছর বয়সী ওবামা একজন৷ অপর দিকে, তাঁর প্রতিদ্বন্দ্বী ৭২ বছর বয়সী জন ম্যাককেইন বয়স্কতম প্রার্থী৷ এছাড়া এবারই প্রথম কোন নারী ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হলেন৷ আর সেই প্রার্থী রিপাবলিকান সারাহ প্যালিনকে নিয়েও উঠে আলোচনার ঝড়৷ এবারের নির্বাচনে প্রার্থী বাছাই থেকেই আসলে শুরু হয় আলোড়ন৷ ক্যারিশম্যাটিক হিলারি ক্লিনটনের সঙ্গে নজিরবিহীন মনোনয়ন লড়াইয়ে জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন বারাক ওবামা৷
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনও এটি৷ নির্বাচনী প্রচারণায় ব্যয় হয়েছে ১শ কোটি মার্কিন ডলারেরও বেশি৷ টিভি ও রেডিও বিজ্ঞাপনের জন্য ওবামার ব্যয় ২৪ কোটি মার্কিন ডলার৷ ম্যাককেইন খরচ করেছেন প্রায় ১২ কোটি মার্কিন ডলার৷ এছাড়া ভোটারের সংখ্যাটাও রেকর্ড পরিমাণ৷ প্রায় ১৫ কোটি ভোটার ছিলো এবারের নির্বাচনে৷
অর্থনীতিই শীর্ষে
নির্বাচনী প্রচারণার শুরুতে ইরাক ইস্যু প্রাধান্য পেলেও শেষের দিকে পাল্টে যায় হিসেব নিকেশ৷ কয়েক মাস ধরে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থায় অর্থনৈতিক ইস্যুই উঠে আসে শীর্ষে৷ ভোটাররাও প্রথমেই এনেছেন একে৷ অ্যাসোসিয়েটেড প্রেসের জরিপে দেখা গেছে প্রতি ১০ জনের ৬ জন ভোটারই অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন৷ ১০ জনের একজন ভাবছেন জ্বালানী, ইরাক যুদ্ধ, সন্ত্রাসবাদ ও স্বাস্থ্য সেবার কথা৷ এছাড়া সিএনএনের জরিপেও পাওয়া গেছে একই রকম চিত্র৷ ৬২% ভোটার অর্থনীতিকে প্রাধান্য দিয়েছেন৷ ১০% ইরাক যুদ্ধ, ৯% সন্ত্রাসবাদ এবং ৯% ভোটার ভাবছেন স্বাস্থ্য সেবা নিয়ে৷ ২১ মাসের দীর্ঘ প্রচারণার পর নির্বাচনের দিনেও প্রচারণা চালিয়েছেন দুই প্রার্থী৷ ভোটার টানতে ইন্ডিয়ানায় ছুটে যান ওবামা৷ ম্যাককেইনের লক্ষ্য ছিলো কলোরাডো ও নিউ মেক্সিকোতে৷ শেষ মুহুর্তের প্রচারণাতেও দুজনেই বরাবরের মতো প্রধান্য দিয়েছেন অর্থনীতিকে৷