কেজরিওয়াল অসুস্থ, করোনা পরীক্ষা হবে
৮ জুন ২০২০রোববার সন্ধ্যা থেকে তাঁর শরীর খারাপ। তারপরই চিকিৎসকদের পরামর্শে নিজেকে আইসোলেশনে রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর মধ্যে করোনার লক্ষণ থাকলেও চিকিৎসকরা একদিন তাঁকে পূর্ণ বিশ্রাম দিয়ে দেখতে চান। কারণ, তিনি কয়েকদিন ধরেই খুব খাটছেন। রাতে ভালো করে ঘুমও হয়নি।
আপ বিধায়ক রাঘব চাড্ডা জানিয়েছেন, ''কেজরিওয়ালের জ্বর হয়েছে। তাঁর গলাও খারাপ। সাধারণত করোনা রোগীদের এই লক্ষণ থাকে। চিকিৎসকরা তাঁকে সোমবার বিশ্রাম নিতে বলেছেন। মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষা হবে। কেজরিওয়াল দিল্লিতে করোনা প্রতিরোধে খুবই খাটছেন। তাঁর শরীর খারাপ হওয়ায় আমরা খুবই চিন্তিত।''
কেজরিওয়ালের বয়স ৫১ বছর। তিনি ডায়াবেটিসের রোগী। তাঁর সর্দি-কাশির ধাত আছে। একবার তিনি বেঙ্গালুরুতে গিয়ে কাশির চিকিৎসাও করিয়ে এসেছেন। শীতে সবসময় তাঁর গলায় মাফলার থাকে। তাই তাঁকে মাফলার-ম্যানও বলা হয়।
তবে চাড্ডা বলেছেন, ''কেজরিওয়াল হচ্ছেন একজন ফাইটার, লড়াকু মানুষ। তাঁর রোববার সন্ধ্যার পর থেকে শরীর খারাপ হয়। সঙ্গে সঙ্গে তিনি সব কর্মসূচি বাতিল করে দেন। গত কয়েকদিন ধরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক করেছেন। তবে মন্ত্রী, দলের কর্মী ও আমলাদের সংস্পর্শে এসেছেন।''
আপ বিধায়ক জার্নেল সিং বলেছেন, ''মঙ্গলবার সকাল নয়টায় তাঁর করোনা পরীক্ষা হবে। আমরা সকলে প্রার্থনা করছি, যাতে তিনি দ্রুত ভালো হয়ে যান।''
রোববার কেজরিওয়াল দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন। রাজধানীর রাজ্য সরকারি হাসপাতালে এখন কেবল দিল্লির লোকেদেরই চিকিৎসা করা হবে। অন্য রাজ্যের লোকেদের নয়। আর সোমবার থেকে দিল্লির সীমান্ত খুলে দেওয়া হবে। দিল্লিতে এখন প্রতিদিনই এক হাজার ২০০ থেকে ৩০০ জন লোক করোনায় আক্রান্ত হচ্ছেন। সরকারি হাসপাতাল তো বটেই বেসরকারি হাসপাতালের ২০ শতাংশ বেড করোনা রোগীদের চিকিৎসার জন্য রাখা হয়েছে।
কেজরিওয়াল আগে জানিয়েছিলেন, লকডাউন ক্রমশ তুলে নেওয়ার ফলে করোনা রোগীর সংখ্যা বাড়বে তা তিনি জানেন। কিন্তু করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার ভালো। তাই চিন্তার কিছু নেই। তবে কেজরিওয়াল যদি করোনায় আক্রান্ত হন তা হলে সেটা নিঃসন্দেহে চিন্তার কথা।
জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)