1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেরালায় বাম, আসামে বিজেপি, তামিলনাড়ুতে ডিএমকে

২ মে ২০২১

কেরলে এগিয়ে বামেরা, আসামে বিজেপি এবং তামিলনাড়ুতে ডিএমকে জোট। পুদুচেরিতে এগিয়ে বিজেপি জোট।

https://p.dw.com/p/3sqgf
প্রতীকী ছবিছবি: Rupak De Chowdhuri/REUTERS

কেরালায় এতদিনের ঐতিহ্য় ছিল, একবার বাম এবং  অন্যবার কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে। এ বার সেই রীতির বদল হচ্ছে। কারণ, বাম জোট এলডিএফ এগিয়ে ৯৬টি আসনে। কংগ্রেসের জোট ইউডিএফ ৪৪ আসনে এবং বিজেপি কোনো আসনে এগিয়ে নেই। কেরালায় পরপর দ্বিতীয়বার সরকার গঠন করতে চলেছেন পিনারাই বিজয়ন।

আসামে কংগ্রেস জোটের থেকে এগিয়ে গেছে বিজেপি। তারা এগিয়ে ৭৫ আসনে, কংগ্রেস জোট ৪৮ আসনে এগিয়ে।

তামিলনাড়ুতে আবার ক্ষমতায় আসতে চলেছে ডিএমকে। ডিএমকে জোট ১৪৭ আসনে এবং এআইএডিএমকে জোট ৮৬ আসনে এগিয়ে। পুদুচেরিতে বিজেপি জোট ৮টি ও কংগ্রেস জোট চারটি আসনে এগিয়ে। পশ্চিমবঙ্গে তৃণমূল তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)