1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরান পোড়ানোয় সুইডেনে বিক্ষোভ

১৮ এপ্রিল ২০২২

পবিত্র কোরান পোড়ানোর ঘটনাকে ঘিরে সুইডেনের অন্তত সাতটি শহরে বিক্ষোভ এবং পরে সেই  বিক্ষোভ রূপ নেয় দাঙ্গায়৷ ননকোপিং শহরে বিক্ষোভকারীদের হামলার মুখে পুলিশ গুলি চালালে তিনজন আহত হয়৷

https://p.dw.com/p/4A3e5
Schweden | Ausschreitungen in Norrköping
ছবি: Stefan Jerrevang/TT/picture alliance

আহতদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছে পুলিশ৷

রোববার এক বিবৃতিতে পুলিশ জানায়, ‘‘তিনজনের গায়ে গুলি (রিকোশেটস) লেগেছে বলে ধারণা করা হচ্ছে৷ তাদেরকে এখন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে৷ আহত তিনজনকেই অপরাধে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে৷''

সুইডেনের প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন ইতিমধ্যে সহিংস এ ঘটনার নিন্দা জানিয়েছেন৷

Schweden | Ausschreitungen in Malmö
ছবি: Johan Nilsson/TT/AFP/Getty Images

সুইডেনের সংবাদ সংস্থা টিটি-র খবর অনুযায়ী, শুক্রবার রাজধানী স্টকহোমের কাছের শহর রিঙ্কেবিতে উগ্র ডানপন্থি দল হার্ড লাইন-এর নেতা রাসমুস পালুদান পবিত্র কোরানের একটি কপি পুড়িয়ে দিয়েছেন- এমন খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷

সেদিন সুইডেনের মধ্যাঞ্চলীয় শহর ওরেব্রোয় বিক্ষোভকারীদের হামলায় চার পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়৷ কোরান পোড়ানোর ঘটনায় বিক্ষুব্ধরা পুলিশের চারটি গাড়িও পুড়িয়ে দেয়৷

পরে আরো অন্তত ছয়টি শহরে রাসমুস পালুদান এবং তার দল হার্ড লাইনের বিরুদ্ধে বিক্ষেভ হয়৷


এদিকে সোমবার পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানায়, ড্যানিশ-সুইডিশ বংশোদ্ভূত রাসমুস পালুদানের কোরান পোড়ানোর পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ ২৬ জনের মধ্যে আট জন নরকোপিংয়ের, বাকি ১৮ জন লিঙ্কোপিং শহরের৷
আইনজীবী এবং ইউটিউবার পালুদান সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান৷ 

Schweden | Ausschreitungen in Malmö
ছবি: Johan Nilsson/TT/AFP/Getty Images

এসিবি/কেএম (রয়টার্স)