কোচের পাশাপাশি মনোচিকিৎসকের প্রয়োজন ফুটবলারদের
১৩ নভেম্বর ২০০৯উজ্জ্বল একটি ক্যারিয়ার থাকা সত্বেও মানসিক অবসাদ এনকেকে ঠেলে দিয়েছে আত্মহননের দিকে৷ তাই ক্লাবগুলো এখন নতুন করে চিন্তাভাবনা শুরু করেছে কোচের পাশাপাশি মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার ব্যাপারে৷ যদিও মনোচিকিৎসক নিয়োগ করার বিষয়টি এখন পর্যন্ত বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন জার্মানির ফুটবল ফেডারেশন ডিএফবির প্রধান নির্বাহী হোলগের হিয়েরোনিমুস৷ জানা গেছে, ইতিমধ্যে বুন্দেসলিগার বেশ কিছু ক্লাব মনোচিকিৎসক নিয়োগ দেওয়ার উদ্যোগও নিয়েছে৷ এনকের দল হানোভার এর ম্যানেজার ইয়র্গ শ্মাডকে বলেছেন, রবার্ট এনকের ট্রাজেডি আমাদের বেশ কিছু বিষয় নিয়ে চিন্তা করার কারণ হয়ে দাঁড়িয়েছে৷ ফুটবল কর্মকর্তারা মনে করছেন, হাজার হাজার সমর্থকদের প্রত্যাশার চাপ সইতে হলেও ফুটবলাররা তো মানুষই৷ তাই তাদের মনেও আবেগ কাজ করে৷
উল্লেখ্য, দুই বছর আগে জার্মানির জাতীয় দলের অন্যতম খেলোয়াড় সেবাস্টিয়ান ডেইসলার মাত্র ২৭ বছর বয়সেই ফুটবল থেকে সরে দাঁড়ান৷ এক্ষেত্রেও কারণ ছিল মানসিক রোগ বিষন্নতা৷ জার্মানির দুয়েকটি ক্লাব মনোচিকিৎসক নিয়োগ রেখে থাকে৷ তার মধ্যে অন্যতম হচ্ছে বায়ার্ন মিউনিখ৷
এদিকে নিহত রবার্ট এনকের স্মরণে বৃহস্পতিবার তাঁর বাড়ির কাছেই একটি গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা৷ জাতীয় দলের অধিনায়ক মিশায়েল বালাক, কোচ ইওয়াখিম লোয়ে এই প্রার্থনায় যোগ দেন৷ এছাড়া এনকের স্মরণে প্রায় ৩৫ হাজার মানুষ আজ হানোভারের রাস্তায় এক শোক মিছিলে অংশ নেয়৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়