বিএনপি’র কর্মসূচি
২ মে ২০১২গত রোববারে হরতালে সচিবালয়ে বোমা বিস্ফোরণের পরই বিরোধী দলের আন্দোলনের ব্যাপারে কঠোর অবস্থান নেয় সরকার৷ ২টি মামলায় বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ৩০ জন কেন্দ্রীয় নেতাসহ ৭২ জনকে আসামি করা হয়৷ এদের মধ্যে যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে৷ আদালত তাদের কাউকেই জামিন দেয়নি৷ কেন্দ্রীয় নেতারা উচ্চ আদালতে জামিনের আবেদন জানালেও তা শুনানির অপেক্ষায় আছে৷ পুলিশের সহকারী কমিশনার শিবলি নোমান জানান, তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে৷ কিন্তু কেন্দ্রীয় নেতারা বাসায় থাকছেন না৷ তাঁরা গা ঢাকা দিয়েছেন৷
এই পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ মনে করেন, মামলা দিয়ে, গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবেনা৷ সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে৷
৩রা মে ঢাকায় আসছেন জাপানের উপ প্রধানমন্ত্রী৷ আর ৫ই মে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি৷ তাই বিএনপি রোববার পর্যন্ত নতুন কোন কর্মসূচি দিচ্ছেনা৷ মওদুদ জানান, এরপর তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা এবং ইলিয়াস আলীকে উদ্ধারের দাবিতে হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেবেন৷
গত ১৭ই এপ্রিল গাড়ি চালকসহ ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর তাকে উদ্ধারের দাবিতে বিএনপি ২ দফায় মোট ৫ দিন সারা দেশে হরতাল পালন করেছে৷ আজ সন্ধ্যায় ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির তার স্বামীকে উদ্ধারের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন