প্রসঙ্গ সিরিয়া
২৫ সেপ্টেম্বর ২০১২মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক শুরু হচ্ছে৷ জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বলেন:
‘‘আমার মতে সিরিয়ার পরিস্থিতি খুবই খারাপ এবং আরো খারাপের দিকে এগোচ্ছে৷''
শুধু সংশ্লিষ্ট অঞ্চলটির জন্যই নয়, সমগ্র বিশ্বশান্তির জন্যই এটাকে বিপদ বলে মনে করেন ব্রাহিমি৷ কোফি আনানের ছ'দফা শান্তি পরিকল্পনা তামাদি হয়ে গেছে, অথচ ব্রাহিমি তিন সপ্তাহ আগে কাজ শুরু করা যাবৎ এখনও তাঁর নিজস্ব শান্তি পরিকল্পনা ছকতে পারেননি৷ ব্রাহিমি দৃশ্যত নিউ ইয়র্কে কূটনীতিকদের বলেছেন, তাঁর দৃষ্টিকোণ থেকে আসাদ প্রশাসনের রাজনৈতিক সংস্কারের কোনো সদিচ্ছা নেই৷ অন্যদিকে বিশ্ব নিরাপত্তা পরিষদ সিরিয়া প্রশ্নে দ্বিধাবিভক্ত৷ কাজেই ব্রাহিমির মন্তব্য:
‘‘আমি যদি সমগ্র পরিষদের প্রতিনিধি না হই, তাহলে আমি কেউ নই৷''
ব্রাহিমি সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন৷ পরে ভেস্টারভেলেকে নিরাপত্তা পরিষদের অভ্যন্তরে বিভাজনের কথা বলতে শোনা যায়৷ ভেস্টারভেলে বলেন:
‘‘আমরা যদি হাল ছাড়ি, তাহলে সেটা সিরিয়ার মানুষদের পরিত্যাগ করা হবে৷ আমরা সবাই জানি, পরিস্থিতি কতটা কঠিন৷ এ'সপ্তাহে কোনো সমাধান ঘটবে বলে আমি মনে করি না৷ কিন্তু আমাদের কোনোমতেই হাল ছাড়া চলবে না৷''
রণাঙ্গণ থেকে
ওদিকে সিরিয়ায় পূর্বাপর আগুন জ্বলছে এবং তার ফুলকি ছড়াচ্ছে এদিক-ওদিকে৷ মঙ্গলবার সিরিয়া থেকে নিক্ষিপ্ত মর্টারের গোলা এসে পড়ে ইসরায়েল অধিকৃত গোলান হাইটসের উপর, যদিও ঘটনায় কেউ হতাহত হয়নি৷
আলেপ্পো থেকে দামেস্ক যাওয়ার পথে মোটরওয়েতে এক কিশোরী সিরীয় সৈন্যদের গুলিতে নিহত হয়েছে সোমবার রাত্রে৷ মঙ্গলবার দিনের বেলা দামেস্কে সরকারপন্থি শাহিবা সশস্ত্র গোষ্ঠীর ব্যবহৃত একটি স্কুলে বিদ্রোহীদের রাখা একাধিক বোমা ফাটে৷ শাহিবা গোষ্টীর সদস্যরা এখানে সিরীয় সেনাবাহিনির কর্মকর্তাদের সঙ্গে মিলিত হতো৷
সব মিলিয়ে সোমবার সিরিয়ায় অন্তত ১১৬ জন মানুষ প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ কাজেই স্বীকার করতে হয় যে, লাখদার ব্রাহিমি সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে নিউ ইয়র্কে যে রিপোর্ট করেছেন, তা খবু ভুল নয়৷
এসি/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)