কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে হলিউড
১২ ডিসেম্বর ২০০৯বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে লক্ষাধিক মানুষ এখন উদ্বাস্তু৷ জাতীয় নিরাপত্তা হয়ে দাঁড়িয়েছে এখন ভাবনার বিষয় ৷ বেঁচে থাকার জন্য তাদের স্থান পরিবর্তন করতে হচ্ছে৷ এটি ভবিষ্যতের জন্য নয় বর্তমানেই বিশাল সমস্যার সৃষ্টি করছে৷
এই সপ্তাহের সোমবার কোপেনহেগেন সম্মেলনে চলচ্চিত্র পরিচালক মিশেল নার্স এবং জাসটিন হুগেন পরিচালিত প্রামাণ্যচিত্র,‘ক্লাইমেট রেফিউজি' সম্মেলনের প্রধান এবং বিজ্ঞানীদের সামনে প্রর্দশিত হবে৷
নার্স রয়টারকে কোপেনহেগেনে তাদের প্রামাণ্যচিত্রটি সর্ম্পকে বলেন, প্রামাণ্যচিত্রটি সেই রাজনীতিকদের দেখানো হবে যারা বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি প্রতিহত করতে আইন পাসে বাধা দিচ্ছেন৷ সানডান্স চলচ্চিত্র উৎসবের প্রিমিয়ারে সাধারণ দর্শকদের দেখানোহবে৷
চলচ্চিত্র পরিচালক নার্স জলবায়ু উদ্ধবাস্তু সর্ম্পকে বিজ্ঞানী ও রাজনীতিকদের সাক্ষাৎকার নিয়েছেন৷ সাক্ষাৎকারে মার্কিন সেনেটর জন কেরি থেকে শুরু করে সাবেক কংগ্রেস মুখপাত্র নিট গিনরিচ্ এ পরিবর্তনকে নিরাপত্তার বিষয় বলে আখ্যা দিয়ে বিশাল জনগোষ্ঠির স্থান পরিবর্তন সংশ্লিষ্ট দেশগুলোকে সম্পদের দ্বন্দ্বের দিকে ঠেলে দিবে বলে মন্তব্য করেন৷
২০০৬ সালে উটায় সানডান্স চলচ্চিত্র উৎসবে জলবায়ু পরিবর্তনের উপর ‘অ্যান্ ইনকানভানিয়েন্ট ট্রুথ' প্রামাণ্যচিত্রটি দেখানো হয়েছিল যা বক্স অফিসে সাফল্যের পাশাপাশি অস্কার জয় করে নেয়৷
নার্স আরো বলেন, কোপেনহেগেনে আসতে পেরে তারা আনন্দিত তবে নীতিনির্ধারকরা আসলে কি চাচ্ছেন সে সর্ম্পকে জনগনকে জানানো প্রয়োজন৷
শুষ্ক আফ্রিকায় খাবার ও পানির অভাব, বাংলাদেশে সমুদ্রের পানি বৃদ্ধি পাওয়ায় ঘর ছাড়া মানুষদের সম্পর্কে বছর তিনেক আগে নার্স জানতে পারেন৷ এরপরই তারা প্রামাণ্যচিত্রটি তৈরি করতে আগ্রহী হন যার চিত্রায়ন হয়েছে ভারতের উড়িষ্যা, কান্দাপুরা ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টুভালুতে৷
আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওম) জানায়, ২০০৮ সালের মধ্যেই ২০ মিলিয়ন মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হয়েছে৷
প্রতিবেদন: আসফারা হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক