1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারে জিম্বাবোয়ে

২৬ জানুয়ারি ২০১১

বিশ্ব ক্রিকেটে একসময় যাকে সম্ভাবনাময়ী দল হিসেবে ধরা হতো সেটা জিম্বাবোয়ে৷ কিন্তু বর্ণবাদমূলক বিদ্বেষ দেশটির ক্রিকেটেও ছায়া ফেলেছে৷ কিন্তু বিশ্বকাপ উপলক্ষে দলটিকে আবারও গোছানোর চেষ্টা করা হচ্ছে৷

https://p.dw.com/p/1053L
ফাইল ফটোছবি: AP

'৯২ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে জিম্বাবোয়ে ক্রিকেট বিশ্বকে বেশ চমকে দিয়েছিল৷ এরপর এক দশকে দেশটির ক্রিকেট অনেকটাই এগিয়ে গিয়েছিল৷ অ্যান্ডি ফ্লাওয়ার, হিথ স্ট্রিকের মত আন্তর্জাতিক তারকার জন্ম দিয়েছিল দেশটি৷ কিন্তু বর্ণবাদমূলক বৈষম্যের প্রতিবাদ করায় দেশটির ক্রিকেট তারকাদের ক্যারিয়ার শেষ হয়ে যায়৷ ফলে একসময়ের বিশ্বকাপের ডার্ক হর্স এখন বাংলাদেশের চেয়েও অনেক পিছিয়ে৷ ওডিআই দলগুলোর তালিকায় জিম্বাবোয়ে এখন আয়ারল্যান্ডের পরে অবস্থান করছে৷

তবে বিশ্বকাপ উপলক্ষে দলটি গোছানোর চেষ্টা চলছে৷ সেই জন্য দলে ফিরিয়ে আনা হয়েছে শন এরভিনের মত খেলোয়াড়কে৷ দলে রয়েছেন ব্রেন্ডন টেইলর, চার্লস কভেন্ট্রি এবং এলন্টন চিগুম্বুরার মত ভালো ব্যাটসম্যান৷ আরও রয়েছেন তাতেন্দা তাইবুর মত প্রতিভাবান ব্যাটসম্যান৷ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের খেলায় ক্যানাডা এবং কেনিয়াকে হারানোর পাশাপাশি যদি অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড কিংবা শ্রীলংকা কোন একটিকে হারাতে পারে তারা তাহলে জিম্বাবোয়ে কোয়ার্টার ফাইনালেও খেলতে পারে৷

স্কোয়াড: এলটন চিগুম্বুরা (অধি.), রেগিস চাকাভা, চার্লস কভেন্ট্রি, গ্রায়েম ক্রেমার, ক্রেইগ এরভিন, শন এরভিন, গ্রেগ ল্যাম্ব, শিনগিরাই মাসাকাদজা, ক্রিস পোফু, রে প্রাইস, এড রেইন্সফোর্ড, তাতেন্দা তাইবু (উই), ব্রেন্ডন টেইলর, প্রসপার উতসেয়া, শন উইলিয়াম্স৷ কোচ: অ্যালান বুচার৷ সাফল্য: সুপার সিক্স ১৯৯৯৷