কোয়ালিফাই পর্বে ৩-০ গোলে জার্মানির কাছে তুরস্ক পরাজিত
৯ অক্টোবর ২০১০আর এর মধ্যে দিয়ে জার্মানি গ্রুপ এ-তে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে৷ মিরোস্লাভ ক্লোজে এবং মেসুত ওজিলের গোলে শুক্রবার জার্মানি জিতে তুরস্কের বিরুদ্ধে৷ এদিকে জার্মান দলের কোচ ইওয়াখিম ল্যোভ, ইউরো ২০১২ কোয়ালিফাই পর্বে দলের তরুণদের কৃতিত্বে দারুণ খুশি৷ শুক্রবার খেলার পরে ল্যোভ বলেন, ‘‘তারা সত্যি যা চেয়েছিল, দলের খেলাতে সেটিই ফুটে উঠেছে৷ এবং আমাদের প্রাপ্য বিজয়ই আমরা অর্জন করেছি৷'' তিনি জার্মানি- তুরস্ক খেলার ফলাফলের কথা উল্লেখ করে বলেন, ‘‘খেলার ফলাফল যে এতোটা ভালো হবে, তা আমি আশা করিনি৷ কেননা সবসময়ই এই খেলাটি কঠিন হয়৷''
কোয়ালিফাই পর্বে জার্মান দল পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে৷ অন্যদিকে ছয়টি দলের মধ্যে তুরস্কের অবস্থান তৃতীয়৷ এবং কোয়ালিফাই পর্বে তারা তাদের প্রথম পরাজয়ে মর্মাহত৷ তুর্কী দলের কোচ গুস হিডিন্ক বলেন, ‘‘আমি মনে করি জার্মানদের আটকাতে আমরা সব চেষ্টাই করেছি৷ কিন্তু আমাদের কিছু ভুলও ছিল, বিশেষ করে তৃতীয় গোলটির জন্যে৷'' তিনি বলেন, ‘‘তবে জার্মানরা খুব ভালো খেলেছে৷ হালিলের মাধ্যমে পাওয়া সুযোগ আমরা মিস করেছি৷'' গুস বলেন, ‘‘আমার দল এখনও খুব কাঁচা এবং অনেক কিছু শেখার আছে৷ ''
বাবা-মা দুজনেই তুর্কি হলেও, ২১ বছর বয়সি ওজিলের জন্ম এবং বেড়ে ওঠা সবই জার্মানিতে৷ বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের অর্ধেকেরও বেশি দখল করে রেখেছিল ওজিলের তুর্কি ভক্তরা৷ কিন্তু ৭৯ মিনিটের সময় শেষ গোলটি দেয়ার সময়ও ওই তরুণ ছিলেন শান্ত৷
প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আরাফাতুল ইসলাম