ক্যানাডায় গাঁজা বৈধ করার প্রভাব
১৪ অক্টোবর ২০২৩উদ্দেশ্য ছিল, মাদক সংক্রান্ত জনস্বাস্থ্য ও নিরাপত্তার উন্নতি এবং মাদক কেনাবেচা সংক্রান্ত অপরাধ ও শাস্তি কমানো৷
সেটি সম্ভব হয়েছে কিনা, তা নিয়ে সম্প্রতি একটি গবেষণা প্রকাশ করেছে ক্যানাডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নাল৷
এতে দেখা যাচ্ছে গাঁজার ব্যবহার, গাঁজা সেবনের কারণে জরুরি সেবা নেয়ার পরিমাণ, হাসপাতালে ভর্তি হওয়া এবং গাঁজা সেবন করে গাড়ি চালানোর পরিমাণ হয় বেড়েছে কিংবা একই আছে৷
তবে গাঁজা ব্যবহার সংক্রান্ত অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে বলে গবেষণায় দেখা গেছে৷ ফলে গাঁজা সেবনের কারণে তরুণ ও প্রাপ্তবয়স্কদের যে নীচু করা হতো, তা কমেছে বলে গবেষকেরা দাবি করেছেন৷
আইন অনুযায়ী, ক্যানাডার একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রকাশ্যে সর্বোচ্চ ৩০ গ্রাম (১.০৬ আউন্স) গাঁজা সেবন করতে পারেন৷ তবে রাজ্যভেদে, ১৮ থেকে ২১ বছরের তরুণরা প্রকাশ্যে গাঁজা সেবন করতে পারেন না৷ এছাড়া দোকান বা অনলাইনে গাঁজা বিক্রি সম্ভব হচ্ছে৷ এছাড়া মানুষ সীমিত পরিমাণে গাঁজার চাষও করতে পারেন৷
জাতীয় এক জরিপে দেখা গেছে, গাঁজা বৈধ করার পর এর ব্যবহার ২০১৭ সালে ২২ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ২৭ শতাংশ হয়েছে৷
দৈনিক গাঁজা সেবনের হার একই আছে, ২৫ শতাংশ৷
গাঁজা বৈধ করায় দুই-তৃতীয়াংশ গাঁজা ব্যবহারকারীরা এখন বৈধ উৎস থেকে গাঁজা কিনছেন বলে গবেষণায় দেখা গেছে৷ ফলে খারাপ মানের গাঁজা সেবনের সুযোগ কমেছে৷
সুষ্মিতা রামাকৃষ্ণান/জেডএইচ