ক্যানাডায় দাবানল এবং বন্যা
ক্যানাডার পশ্চিমাঞ্চলে একশোর বেশি জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ছে, অন্যদিকে ছড়াচ্ছে বন্যা৷ উভয়ক্ষেত্রেই উচ্চ তাপমাত্রাকে দায়ী করা হচ্ছে৷ এই সংকট দ্রুত সমাধানের সম্ভাবনাও দেখা যাচ্ছে না৷
‘নজিরবিহীন পরিস্থিতি’
ক্যানাডার পশ্চিমাঞ্চলের আলবার্টা রাজ্যের লজপোলের একটি জঙ্গলে আগুন লেগে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷ স্থানীয় কর্তৃপক্ষ জানাচ্ছে, অঞ্চলটিতে রোববার পর্যন্ত ১০৭টি দাবানল সক্রিয় ছিল৷ এরমধ্যে ২৮টিকে তখনও আয়ত্ত্বে আনা যায়নি৷ প্রদেশটির প্রধানমন্ত্রী ডানিয়েলা স্মিথ এই পরিস্থিতিকে ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন৷
পুড়ছে জমি
ক্যানাডা একইসঙ্গে একটি উষ্ণ এবং শুষ্ক বসন্ত পার করছে৷ কোথাও কোথাও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ ডিগ্রি বেড়ে গেছে যা দাবানলের অনুকুল পরিবেশ সৃষ্টি করছে৷ অন্যদিকে বাতাস এবং খরা পরিবেশ তা ছড়িয়ে দিচ্ছে৷ আলবার্টায় প্রায় চার লাখ হেক্টর জমি পুড়ে গেছে৷
আগুন থেকে বাঁচার চেষ্টা
ছুটি কাটাতে নয়, জরুরি আশ্রয় হিসেবে গাড়ি পার্কিংয়ের স্থানে ভ্রাম্যমাণ ঘরে এভাবে থাকছেন আলবার্টার কেন্দ্রের ড্রেইটন ভ্যালির অনেক মানুষ৷ সপ্তাহান্তের ছোট্ট শহরটির সাত হাজার মানুষকে দাবানলের কারণে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷ আলবার্টা থেকে এখন অবধি ৩০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে৷
অল্পতেই আগুন লেগে যাচ্ছে
বাড়তি তাপমাত্রার কারণে অল্পতেই জঙ্গলে আগুন লেগে যাচ্ছে বলে মনে করছে স্থানীয় কর্তৃপক্ষ৷ যদিও দমকল কর্মীরা আগুন নেভাতে চেষ্টা করে যাচ্ছেন, তা সত্ত্বেও খুব তাড়াতাড়ি পরিস্থিতি বদলাবে বলে মনে হচ্ছে না৷ কারণ তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রা আরো কিছুদিন বহাল থাকবে৷
‘অত্যন্ত কঠিন পরিস্থিতি’
সপ্তাহান্তে আলবার্টার দক্ষিণে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছিল৷ ফলে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা সুবিধা পায় স্থানীয় কর্তৃপক্ষ৷ কিন্তু সেটা শুধু প্রদেশটির দক্ষিণেই ঘটেছে৷
সতর্ক অবস্থায় প্রদেশ
আগুন থেকে বাঁচতে অন্যত্র আশ্রয় নেয়ারা আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টনের এই স্থানে নিবন্ধনের পর বিনামূল্য খাবার পেতে পারেন৷ তাদের অনেককে নৌকায় এবং হেলিকপ্টারে করে দাবানাল আক্রান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে৷
পানির নিচে অনেক এলাকা
ক্যানাডার অন্য কিছু অঞ্চলে সমস্যা আগুন নয়, পানি৷ ব্রিটিশ কলম্বিয়ায় বাড়তি তাপমাত্রায় বরফ গলে যাওয়ায় নদীর পানি উপচে পড়ে বন্যা সৃষ্টি হয়েছে৷
চলতি বছর প্রায় চারশো দাবানল
চলতি বছর আলবার্ট্রায় ইতোমধ্যে ৩৬০ এর বেশি দাবানল হয়েছে৷ গত বছরের তুলনায় এটা বেশ বেশি৷ বৈশ্বিক উষ্ণতা বাড়ায় এধরনের প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে বলে মনে করেন জলবায়ু বিশেষজ্ঞরা৷