ক্যানাডায় বন্যা, ভূমিধস: জরুরি অবস্থা জারি
রবি ও সোমবার ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ায় টানা বৃষ্টি হয়েছে৷ ফলে ঐ এলাকায় বন্যা ও ভূমিধস হয়েছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী জন হোর্গান একে ৫০০ বছরের মধ্যে একবার হয় এমন দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন৷
টানা বৃষ্টি
রবি ও সোমবার ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়ায় টানা বৃষ্টি হয়েছে৷ ফলে ঐ এলাকায় বন্যা ও ভূমিধস হয়েছে৷ এনভায়রনমেন্ট ক্যানাডা বলছে ঐ দুই দিন ভ্যাঙ্কুভারের আশেপাশে আড়াইশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে৷ ঐ অঞ্চলে সাধারণত এক মাসে এত বৃষ্টি হয়ে থাকে৷ ছবিটে সোমবারের৷
বন্যা, ভূমিধস
বৃষ্টির কারণে রাজ্যের বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে৷ ভূমিধসের ঘটনাও ঘটেছে৷
প্রাণহানি
এখন পর্যন্ত ভূমিধসে চাপা পড়ে নিহত এক নারীর লাশ পাওয়া গেছে৷ আরও চারজন নিখোঁজ রয়েছেন৷ ফলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন ব্রিটিশ কলম্বিয়ার মুখ্যমন্ত্রী জন হোর্গান৷
কয়েক হাজার পশুর মৃত্যু
ব্রিটিশ কলম্বিয়ার কৃষিমন্ত্রী লানা পোফাম জানিয়েছেন দুর্যোগে খামারে থাকা কয়েক হাজার পশুর মৃত্যু হয়েছে৷ ভ্যাঙ্কুভার শহরের কাছে থাকা খামারগুলো থেকে পশুদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে৷ ছবিতে গরুকে নিরাপদে সরিয়ে নিয়ে যেতে দেখা যাচ্ছে৷
জরুরি অবস্থা জারি
মুখ্যমন্ত্রী জন হোর্গান এই দুর্যোগকে ৫০০ বছরের মধ্যে একবার হয় এমন দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন৷ বুধবার তিনি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন৷
উদ্ধার তৎপরতা
রাজ্য প্রশাসনের উদ্যোগে উদ্ধার তৎপরতা চলছে৷ কেন্দ্রীয় সরকার ঐ অঞ্চলে কয়েকশ বিমানসেনা পাঠাচ্ছে বলে জানিয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো৷ আরও সৈন্য প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন তিনি৷
হেলিকপ্টার দিয়ে উদ্ধার
হেলিকপ্টার থেকে ক্যানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের অ্যাগাসি শহরের একটি এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে৷ বৃষ্টিতে ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে প্রায় ৩০০ গাড়ি আটকা পড়লে হেলিকপ্টারে করে যাত্রীদের উদ্ধার করা হয়৷
খাবার সংকট
বন্যায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় দুর্গত এলাকায় খাবার গাড়ি পৌঁছতে পারছে না৷ তাই ভয়ে সুপার মার্কেট থেকে বেশি বেশি খাবার কিনছেন অনেকে৷ তবে মুখ্যমন্ত্রী বেশি খাবার কিনে ঘরে জমা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ ছবিটে রাস্তায় ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে৷