ক্যানাডায় মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা
১৯ অক্টোবর ২০১৭বিলে নির্দিষ্ট কোনো পোশাকের কথা উল্লেখ না করলেও সংশ্লিষ্টরা মনে করছেন, মুসলিম নারীদের লক্ষ্য করে বিলটি করা হয়েছে৷
কূটনীতিক, পুলিশ সদস্য, শিক্ষিকা, বাস চালকসহ সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, সেবিকা, দন্ত্য চিকিৎসকদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে৷
কুইবেকের প্রধানমন্ত্রী ফিলিপ কুইলার্ড বলেন, ‘‘সরকারি সেবা দেয়া-নেয়ার ক্ষেত্রে মুখ খোলা রাখতে হবে৷ শুধু কুইবেক নয়, ক্যানাডার একটা বড় জনগোষ্ঠী এমনটা মনে করেন৷ আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমার সঙ্গে বলছেন৷ আমি আপনার চেহারা দেখছি, আপনি আমারটা দেখছেন৷ এটা খুবই স্বাভাবিক ব্যাপার৷''
কুইলার্ড মনে করেন, অনেকে এই বিল চ্যালেঞ্জ করতে পারেন৷ তবে সহজ যোগাযোগের জন্য, একজন আরেকজনকে চেনার জন্য, নিরাপত্তার জন্য এটা প্রয়োজন বলে মনে করেন তিনি৷
নতুন আইন অবিলম্বে কার্যকর হবে৷ তবে আগামী জুনের মধ্যে আইন প্রয়োগের নীতিমালা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে৷
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কুইবেকে ইসলামভীতি বেড়েছে৷ গত জানুয়ারিতে সেখানকার এক মসজিদে হামলায় ছয় ব্যক্তি নিহত হন৷
ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, বুলগেরিয়া ও জার্মানির বাভারিয়া রাজ্যে সরকারি সেবা আদানপ্রদানের ক্ষেত্রে মুখ ঢাকা পোশাক পরার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে৷
কুইবেকের এই আইনের সমালোচনা করেছে রাজ্যের দুটি প্রধান বিরোধী দল৷ বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ ও শিক্ষাবিদরাও বিলের সমালোচনা করেছেন৷ ‘ন্যাশনাল কাউন্সিল অফ ক্যানাডিয়ান মুসলিম' বলছে, বিলের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানানো যায় কিনা তা খুঁজে দেখা হচ্ছে
এদিকে, ক্যানাডার সংসদে বিলের ব্যাপারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোরমন্তব্য জানতে চাওয়া হয়েছিল৷ এই বিল চ্যালেঞ্জ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘দেশের আইন অনুযায়ী সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষার বিষয়টি আমি নিশ্চিত করব৷''
জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি)